করোনা যুদ্ধে গম্ভীরের দুই বছরের বেতন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 13:25:26

পুরো ভারত এখন লকডাউন। দেশটিতে এখন চলছে করোনার বিরুদ্ধে যুদ্ধ। প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছেন দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তার ধারাবাহিকতায় এবার এগিয়ে এলেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়তে বিজেপি এমপি গম্ভীর তার দুই বছরের বেতন দান করবেন তার দেশের প্রধানমন্ত্রীর তহবিলে। নিজের টুইটার অ্যাকাউন্টে এমন ঘোষণাই দিয়েছেন তিনি। পূর্ব দিল্লির এই পার্লামেন্ট সদস্য অন্যদেরও এই যুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এনিয়ে দ্বিতীয়বারের মতো করোনা যুদ্ধে সহায়তার হাত বাড়িয়ে দিলেন গম্ভীর। লোকসভার পূর্ব দিল্লির এই প্রতিনিধি সোমবার তার এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড (এমপিএলএডি ফান্ড) থেকে ৫০ লাখ রুপির অনুদান দিয়েছেন। দিল্লি সরকারের হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট কেনা হবে এ অর্থ সাহায্য দিয়ে।

এ সম্পর্কিত আরও খবর