সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির করোনা মহামারির জন্য গড়ে তোলা দাতব্য সংস্থাকে সমর্থন জানানোর পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার যুবরাজ সিং এবং হারভাজন সিং।
পাকিস্তানের করোনা আক্রান্ত মানুষের জন্য আফ্রিদির সাহায্যের আবেদনে অভূতপূর্ব সমর্থন জানিয়েছেন শীর্ষস্থানীয় ক্রিকেটাররা।
হারভাজন এক ভিডিও বার্তায় সকলকে কিছু সাহায্য করার জন্য বলেন এবং দুই দেশের ক্রিকেটারকেই এমন কাজে এগিয়ে আসতে বলেন। যুবরাজ এক টুইট বার্তায় বলেন, ‘এটা সকলের জন্য পরীক্ষার সময়। এখন সবার একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হবে’।
কিন্তু দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে সম্পর্ক বহুদিন যাবত শত্রুভাবাপন্ন। কিছু ভারতীয় টুইটার ব্যবহারকারী শত্রু শিবিরের খেলোয়াড়ের উদ্যোগকে সমর্থন জানানোয় এই দুই ক্রিকেটারের তীব্র সমালোচনা করে পোস্ট দিয়েছে। কারণ কাশ্মীর ইস্যুতে আফ্রিদি ভারতের একজন তীব্র সমালোচক।
টুইটারে একজন লিখেছে, “তোমাদের কি কোন কাণ্ডজ্ঞান আছে?’ , আরেকজন লিখেছে, ‘হারভাজনের জন্য সম্মান শেষ’, আরেকজন পোস্ট করেছে, ‘দুঃখিত, তোমরা সব হারিয়েছো’।
রাজনৈতিক কারণে ২০১২-১৩ সাল থেকে ভারত এবং পাকিস্তান কোন দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি।
আফ্রিদি এই দুই ভারতীয় খেলোয়াড়কে ধন্যবাদ জানিয়েছেন এবং অনলাইনে সমালোচনার নিন্দা করেছেন।
এই সমালোচনার পরিপ্রেক্ষিতে যুবরাজ সিং বলেন, কোভিড-১৯ মহামারির সময় যারা বিপদে আছে তিনি তাদের সাহায্যের জন্য বলেছেন। এটি ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয়’।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন জারি করা ভারতে এখন পর্যন্ত ১ হাজার ৯৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৮ জন। করোনাভাইরাসে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১১৮ এবং মৃতের সংখ্যা ২৭।