৩০০ কর্মীকে আর্থিক সহায়তা দিবে বিসিবি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:36:38

করোনা সঙ্কটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের প্রতি সুনজর দিয়েছে আগেই। দিয়েছে সহায়তার ঘোষণা। এবার দেশের ক্রিকেটের এ সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সদয় হলো ৩০০ কর্মীর ওপর। বোর্ড ও বিভিন্ন স্টেডিয়ামের কর্মীরা নিয়মিত মাসিক বেতনের বাইরে পাবেন এককালীন অর্থ সাহায্য।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন খবরটা নিশ্চিত করলেও সাহায্যের পরিমাণটা জানাননি। তবে বিভিন্ন সূত্র বলছে, প্রত্যেকে ৫-৭ হাজার টাকা করে পেতে পাবেন।

এর আগে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের সহায়তার ঘোষণা দিয়েছে বিসিবি। চুক্তির বাইরে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ১২টি দলে থাকা ছেলে ক্রিকেটাররা পাবেন ৩০ হাজার টাকা করে।

২০১৮-১৯ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ ও বিসিবির চলতি মৌসুমের সিলেকশন ক্যাম্পে থাকা নারী ক্রিকেটারদের এককালীন ২০ হাজার টাকা করে দেবে বিসিবি।

এখন সব ধরনের ক্রিকেট খেলাই বন্ধ। স্বাভাবিকভাবে আয় হচ্ছে না এখন বিসিবির। কিন্তু তারপরও ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও কর্মচারী কারোরই বেতন কাটছাঁটের বিষয় নিয়ে এখনই ভাবছে না বোর্ড।

এ সম্পর্কিত আরও খবর