করোনা: কোহলি-শচীন-সৌরভদের সঙ্গে মোদির ভিডিও কনফারেন্স

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 17:39:29

করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে ভারতের ক্রীড়াবিদদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও মেরি কমের মতো ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করেছেন মোদি।

২৪ মার্চ থেকে পুরো ভারতে লকডাউন কার্যকর হওয়ার পর এই প্রথম ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গে কথা বললেন মোদি। দেশটির সরকার প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিশ্বনাথন আনন্দ, পিভি সিন্ধু, রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং ও চেতশ্বর পূজারার মতো সুপারস্টাররা।

মহাবিপর্যয়ের দিনে দেশবাসীকে সাহস যোগানের জন্য নরেন্দ্র মোদি ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানান। কনফারেন্সে সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টিতে খেলোয়াড়দের ভূমিকার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর