স্পট-ফিক্সারদের ফাঁসি হওয়া উচিত: মিয়াঁদাদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 07:32:08

নতুন বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তার মতে, স্পট-ফিক্সিং মানুষ হত্যার মতো সমান অপরাধ। তাই ক্রিকেট দুর্নীতিতে যারা দোষী প্রমাণিত তাদের ফাঁসিতে ঝোলানো উচিত। এমন মন্তব্য করে মিয়াঁদাদ প্রমাণ করলেন, ফিক্সাররা তার চক্ষুশূল। তাদের তিনি একেবারেই সহ্য করতে পারেন না।

মিয়াঁদাদ বলেন, ‘যে ক্রিকেটাররা স্পট ফিক্সিংয়ে জড়িত তাদের গুরুতর শাস্তি হওয়া উচিত। স্পট-ফিক্সারদের ফাঁসি হওয়া উচিত। কারণ এটা কাউকে হত্যা করার মতো অপরাধ। তাই শাস্তিটাও একই হওয়া উচিত। এমন একটা উদাহরণ সৃষ্টি করা উচিত যাতে কোনো ক্রিকেটার ভবিষ্যতে আর ফিক্সিং করার সাহস না পায়।’

৬২ বছরের সাবেক ক্রিকেটার মিয়াঁদাদ বলেন, স্পট-ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের মুক্তি দিয়ে ভুল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এনিয়ে এ ক্রিকেট ব্যক্তিত্ব বলেন, ‘স্পট-ফিক্সারদের ক্ষমা করে ঠিক করেনি পিসিবি। যারা এসব ক্রিকেটারদেরকে ফিরিয়ে এনেছে তাদের লজ্জা হওয়া উচিত।’

স্পট-ফিক্সারদের বেঁচে থাকার অধিকার নেই বলেই মনে করেন মিয়াঁদাদ, ‘আমার মতে, দোষী প্রমাণিত ক্রিকেটাররা তার পরিবার ও মা-বাবার প্রতি আন্তরিক নয়। অন্যথায় তারা এটা কখনোই করতে পারত না। তারা আত্মিকভাবে পরিষ্কার নয়। মানবিক দিক দিয়ে এধরনের কর্মকাণ্ড মোটেই শোভনীয় নয়। তাই এমন লোকের বেঁচে থাকার অধিকার নেই।’

২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাট স্পট ফিক্সিং করে ধরা খেয়ে শাস্তিও পেয়েছেন। কিন্তু তারপরও শিক্ষা নিচ্ছে না পাকিস্তানের ক্রিকেটাররা। যার সর্বশেষ উদাহরণ উমর আকমল। নিজের দোষ স্বীকার করে আজীবন নিষিদ্ধ হওয়ার পথে বিতর্কিত এই ক্রিকেটার। ঠিক এ কারণেই ক্ষেপেছেন মিয়াঁদাদ। ফিক্সারদের বিরুদ্ধে তার সেই ক্ষোভ তিনি উগরে দিয়েছেন গণমাধমে। কড়া সমালোচনায় ধুয়ে দিয়েছেন বিপথে চলা ক্রিকেটারদের। তবে কারোর নাম তিনি উল্লেখ করেননি।

নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্যই ফিরেছেন শারজিল খান। খেলেছেন পিএসএলে (পাকিস্তান সুপার লিগে)। অবশ্য তার প্রত্যাবর্তন নিয়ে সন্তুষ্ট নন মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদি। এই ঘটনা মিয়াঁদাদের রাগটা বাড়িয়ে দিয়েছে বৈকি!

এ সম্পর্কিত আরও খবর