ব্যাটিংয়ে সেরা সাকিব-বোলিংয়ে মুস্তাফিজ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 23:58:36

আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পূর্ণ করার দিনটা রঙীন করে রাখলেন সাকিব আল হাসান। সত্যিকারের অধিনায়কের মতোই সামনে থেকে নেতৃত্ব দিলেন দলকে। গোটা সিরিজের মতো সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটাও মনে রাখার মতো নৈপুন্য উপহার দিলেন। তারই পথ ধরে ম্যাচের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজটাও জিতেছে বাংলাদেশ।

দেশের বাইরে ৬ বছর পর সিরিজ জেতানোর নায়ক সাকিব। তিনিই সিরিজসেরা। সাকিব সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর বল হাতে সেরা মুস্তাফিজুর রহমান।

তিনম্যাচ টি-টুয়েন্টি সিরিজে সাকিব ৩৪.৩৩ গড়ে করেছেন ১০৩ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৬০। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাত্র ৩৭ বলে এই রান করেছিলেন তিনি। রান সংগ্রহের দিক থেকে এরপরই আছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৩ ম্যাচে করেছেন ৪৯.৫০ গড়ে ৯৯।

তালিকার তিন নম্বরে তামিম ইকবাল। টাইগার ওপেনার ৩ ম্যাচে ৩১.৬৬ গড়ে তুলেছেন ৯৫ রান। এরপরই আছেন লিটন দাস। যিনি ৩ ম্যাচে করেছেন ৮৬ রান। শেষ ম্যাচে সোমবার  ৩২ বলে ৬ বাউন্ডারি ৩ ছক্কায় তুলেন ৬১ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ম্যাচে করেছেন ৮০ রান।

বল হাতে ছন্দে ফিরেছেন কাটার মাস্টার। উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ৯.১ ওভার বল করে ১২.৩৭ গড়ে মুস্তাফিজ তুলেছেন ৮ উইকেট। সেরা সাফল্য ৩১ রানে ৩ উইকেট।

মুস্তাফিজের পরই আছেন ওয়েস্ট ইন্ডিজের কিমো পল। ৩ ম্যাচে ৮৯ রান দিয়ে তুলেছেন ৬ উইকেট। তিনে কেসরিক উইলিয়াম। তার শিকার ৫ উইকেট। বল হাতে সাকিব ৩ ম্যাচে তুলে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটে-বলে দাপটে সিরিজ সেরা হয়েছেন টাইগার ক্যাপ্টেন।

এ সম্পর্কিত আরও খবর