করোনা সঙ্কট: বেতন কাটছাঁটে রাজি ম্যারাডোনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 05:46:35

করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়া লা প্লাতা। এই দুর্দিনে ক্লাবের পাশে দাঁড়িয়েছেন কোচ দিয়েগো ম্যারাডোনা। মহাবিপর্যয়ের দিনে বেতন কম নেওয়ার প্রস্তাবও দিয়ে রেখেছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।

করোনাভাইরাস মহামারীর কারণে আর্জেন্টিনার লিগ ফুটবল বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। তাই আশঙ্কা করা হচ্ছে, দেশটির ফুটবল ক্লাবগুলো আর্থিকভাবে সঙ্কটের মুখে পড়বে।

জিমনেসিয়ার সঙ্গে প্রধান কোচ হিসেবে ম্যারাডোনার চুক্তির মেয়াদ আছে আর মাত্র চার মাস। তারপরও নিজের ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে ক্লাবের কর্মকর্তাদের কাছে নিজের বেতন কাটছাঁটের প্রস্তাব রেখেছেন তিনি।

ক্লাব প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেল্লেগ্রিনো জানান, ‘ম্যারাডোনার সহকারীর মাধ্যমে আমরা তার প্রস্তাবটা পেয়েছি। তিনি জানিয়েছেন যদি তার আয় কমানোর প্রয়োজন পড়ে, তাহলে তিনি সেটা করতে রাজি আছেন।’

এ সম্পর্কিত আরও খবর