প্রতিদিন ১০ হাজার মানুষকে খাবার দিচ্ছেন সৌরভ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 03:42:07

পুরো ভারত জুড়ে চলছে এখন লকডাউন। সবাই এখন ঘরবন্দী। কিন্তু মহানুভব সৌরভ গাঙ্গুলি ঘরে বসে নেই। ঘরে থাকতেও পারছেন না। করোনাভাইরাস মহামারীর মাঝেও দুস্থ ও অসহায় মানুষের সাহায্য করে যাচ্ছেন বিসিসিআই প্রধান।

সৌরভ শুরুতে দিয়েছেন ৫০ লাখ রুপির অর্থ সাহায্য। এরপর সহযোগিতার হাত বাড়িয়েছেন ভারতের রামকৃষ্ণ মিশনের ত্রাণকার্যে। হাওড়ার বেলুড় মঠে নিয়ে যান ২ হাজার কেজি চাল।

কলকাতার যুবরাজ শনিবার সহায়তা করলেন ইসকনের কলকাতা কেন্দ্রে। কোভিড-১৯ মহামারীতে প্রতিদিন ১০ হাজার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করলেন ভারতের সাবেক এ সফল ক্রিকেট অধিনায়ক।

কলকাতা ইসকন আগে প্রতিদিন দশ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করত। সৌরভ গাঙ্গুলি এগিয়ে আসায় এখন তারা প্রতিদিন ২০ হাজার মানুষের মুখে খাবার তুলে দিতে পারবে।

কলকাতা ইসকনের ভাই-প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমন দাস বলেন, ‘কলকাতা ইসকন থেকে আমরা প্রতিদিন ১০ হাজার মানুষকে খাবার দিয়ে আসছি। আমাদের প্রিয় সৌরভ দাদা এগিয়ে এসেছেন। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তার দানের কারণে এখন আমরা প্রতিদিন ২০ হাজার মানুষের মুখে খাবার তুলে দিতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর