করোনা আতঙ্ক: ফরাসি চিকিৎসকের আত্মহত্যা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 14:14:54

করোনাভাইরাসে পজিটিভ ধরা পড়ার পরও বেশ ভালোই ছিলেন চিকিৎসক বার্নার্ড গঞ্জালেজ। দুই দিন আগেও শারীরিক অবস্থার অবনতি হয়নি তার। কিন্তু তারপরও রোববার হঠাৎ করেই আত্মহত্যা করেছেন ফরাসি লিগ ওয়ান ক্লাব রেইমসে দীর্ঘ দিন কাজ করা এ ফরাসি চিকিৎসক।

ক্লাব রেইমসে ২০ বছর কাজ করা এই চিকিৎসক আত্মহত্যা করেন ৬০ বছর বয়সে। আত্মহত্যার আগে চিঠিতে গঞ্জালেজ লিখে যান, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।

ফ্রান্সের ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিধ্বস্ত রেইমস বার্নার্ড গঞ্জালেজের জন্য কান্না করছে। শুধু ক্লাবটিই নয়, শোকে আচ্ছন্ন রেইমসের শতশত পুরুষ ও নারীরাও।

করোনাভাইরাসের ছোবলে ফ্রান্সে এখনো পর্যন্ত মারা গেছেন আট হাজারেরও অধিক মানুষ।

এ সম্পর্কিত আরও খবর