করোনাকে হারিয়ে দিলেন ফিওরেন্তিনার ত্রয়ী

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 15:00:47

নোভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ফিওরেন্তিনার তিন ফুটবলার। কোভিড-১৯ ছোবল মারলেও এখন পুরোপুরি ভালো হয়ে গেছেন ইতালিয়ান ক্লাবটির প্যাট্রিক কুট্রোনে, জার্মান পেজ্জেলা ও দুসান ভ্লাহোভিচ।

ক্লাব কর্তৃপক্ষ খবরটা নিশ্চিত করে জানিয়েছে, ‘এসিএফ ফিওরেন্তিনা আনন্দের সঙ্গে যাচ্ছে যে, প্যাট্রিক কুট্রোনে, জার্মান পেজ্জেলা ও দুসান ভ্লাহোভিচ এখন আর করোনায় পজিটিভ নন।’

করোনা সঙ্কটের মাঝে লোকজনকে নিরলস চিকিৎসা সেবা দিয়ে যাওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাবটি।

অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াই করে জিতেছেন রুস্তু রেকবার। ১১ দিন হাসপাতালের বেডে কাটানোর পর অবশেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তুরস্ক ও বার্সেলোনার গোলবারের সাবেক এই অতন্দ্র প্রহরী।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, এখনো পর্যন্ত সারা বিশ্বে ১.২ মিলিয়নের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে অন্তত ১৮৩টি দেশ ও অঞ্চলে।

করোনা প্রাণ নিয়েছে সাড়ে ৬৬ হাজার মানুষের। আর চিকিৎসায় ভালো হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৬০০ এর অধিক মানুষ।

এ সম্পর্কিত আরও খবর