উইজডেনের শীর্ষ ক্রিকেটার বেন স্টোকস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 14:45:16

করোনা সঙ্কটের মাঝে আনন্দের খবর পেলেন বেন স্টোকস। উইজডেন ক্রিকেটার্স অ্যালামন্যাকের ২০২০ সংস্করণে শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ইংল্যান্ডকে ২০১৯ সালে ঘরের মাঠে প্রথম ওয়ানডে বিশ্বকাপ শিরোপা এনে দিতে অগ্রণী ভূমিকা রাখেন এ তারকা অলরাউন্ডার। অ্যাশেজ সিরিজের হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে হার না মানা ১৩৫ রানের অনবদ্য এক ক্রিকেটীয় ইনিংস খেলেন। তার পুরস্কার হিসেবে এই সম্মাননা পেলেন স্টোকস।

টানা তিন বছর সেরা ক্রিকেটার ছিলেন ভারতের বিরাট কোহলি। তাকে হটিয়ে এবার উইজডেনের মুকুটটি পড়লেন স্টোকস। ২০০৫ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে বর্তমান সময়কার বিশ্বের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি।

অন্যদিকে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। অন্যরা হলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মারনাস লাবুশেন, অজি নারী ক্রিকেটার এলিসে পেরি ও এসেক্স অফ-স্পিনার সাইমন হার্মার।

এছাড়া বিশ্বের শীর্ষ নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার এলিসে পেরি। আর বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।

এ সম্পর্কিত আরও খবর