বাটলারের বিশ্বকাপ জার্সি বিক্রি ৬৫ হাজার পাউন্ডে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-10 15:26:04

অমূল্য এক সম্পদ ছিল জস বাটলারের কাছে। বিশ্বকাপের একটি জার্সি। যে জার্সি গায়ে জড়িয়ে প্রিয় মাতৃভূমি ইংল্যান্ডকে এনে দিয়েছেন প্রথম ওয়ানডে বিশ্বকাপ। কত শত স্মৃতি এই জার্সিকে ঘিরে। কিন্তু নিজের দেশ ইংল্যান্ড তো বটেই। করোনা সঙ্কটে পড়েছে পুরো বিশ্ব।

কোভিড-১৯ মহামারী রোধে নিজের সেই বিশ্বকাপের জার্সি তুলে দিয়েছিলেন নিলামে। ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যানের সেই জার্সি নিলামে দাম উঠেছে ৬৫ হাজার পাউন্ডের ওপরে। প্রাপ্ত পুরো অর্থটাই যাচ্ছে লন্ডনের দুটি হাসপাতালে।

২০১৯ বিশ্বকাপের ফাইনালে এ তারকা ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন এই জার্সি পড়ে। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সবার অটোগ্রাফও আছে এতে। না ধুয়েই নিজের কাছে স্মারক হিসেবে রেখে দিয়েছিলেন বাটলার।

এই জার্সিটি নিলামে তুলেছিল ইবে কোম্পানি। বেশ ভালোই সাড়া মিলেছে। ডাক পড়েছে ৮২টি। শেষে বিক্রি হয়েছে ৬৫ হাজার ১০০ পাউন্ডে। যার পুরো অর্থ যাবে রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতালে।

এ সম্পর্কিত আরও খবর