করোনা যুদ্ধে অভিনব প্রস্তাব শোয়েব আখতারের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 16:45:47

অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই চলছে গোটা বিশ্বের। করোনাভাইরাস আতঙ্কে হার মানতে নারাজ মানুষ। তাইতো চলছে প্রতিরোধ। আপাতত ঘরে থেকেই চলছে সংক্রমণ আটকানোর প্রচেষ্টা। তবে লকডাউনে সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন নিম্নবিত্তরা। তাদের সহযোগিতায় অনেকেই এসেছেন। কিন্তু তারপরও হাহাকার কমছে না।

এ অবস্থায় করোনা যুদ্ধে অভিনব এক প্রস্তাব দিয়েছেন শোয়েব আখতার। বিশ্ব ক্রিকেটের দুই চির শত্রু ভারত ও পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তাব দিলেন তিনি। যা দেখতে পাবেন টিভি দর্শকরা। এই আয়োজন থেকে যা অর্থ আসবে তা ব্যয় হবে করোনা মোকাবিলায়।

পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আখতার মনে করেন এমন একটি ম্যাচে আগ্রহ থাকবে স্পন্সর প্রতিষ্ঠানেরও। যদিও প্রতিবেশী এই দুই দেশ এখন আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হচ্ছে না। সব শেষ ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে ২০০৭ সালে। তারপর রাজনৈতিক বৈরিতায় বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো বহুদেশীয় টুর্নামেন্টেই শুধু দেখা গেছে তাদের।

শোয়েব বলছিলেন, 'এমন একটা ম্যাচে সবচেয়ে ভালো কী হবে জানেন? মাঠে যে দলই হারুক না কেন, তার সমর্থকরা হতাশ হবে না। বিরাট কোহলি সেঞ্চুরি করলে আমরা পাকিস্তানিরাও খুশি হবো। বাবর আজম সেঞ্চুরি করলে খুশি হবে ভারতীয়রা। লড়াইয়ে জিতবে দুই দল।'

সঙ্গরোধের এই সময়ে এমন ম্যাচ আয়োজন কী করে সম্ভব? শোয়েব বলছিলেন, 'দেখুন, ম্যাচটা শুধু টিভিতে দেখার জন্য হতে পারে। দর্শক বিহীন মাঠে। এই প্রথম দু’টো দেশ লড়বে একে অন্যের জন্য। আর ম্যাচে যে অর্থ উঠবে তা দিয়ে ভারত ও পাকিস্তান দু’টো দেশই করোনার বিরুদ্ধে লড়তে পারবে।'

যদিও ম্যাচটি এখনই চাইছেন না রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলে খ্যাত এই পেসার। কারণ এখন সবাই গৃহবন্দী। শোয়েব বলছিলেন, 'এখন তো কেউ বাড়ি থেকে বেরোতে পারছেন না। পরিস্থিতির উন্নতি হলে সিরিজটা দুবাইয়ে করা যেতে পারে। এই সিরিজটা করা গেলে ভারত-পাকিস্তান দু’টো দেশের ক্রিকেটীয় সম্পর্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ভালো হবে।'

শোয়েব মনে করেন মানবতার দুঃসময়ে এভাবেই সবার পাশে থাকা উচিত। যদিও বাস্তবতা বলছে এমন ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম।

এ সম্পর্কিত আরও খবর