ছয় বোর্ড পরিচালকের পদত্যাগে নতুন সঙ্কটে বার্সেলোনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 06:59:37

করোনা সঙ্কটে মাঠে গড়াচ্ছে না খেলা। আয়ও বন্ধ। তাই আর্থিক সঙ্কটে পড়েছে বার্সেলোনা। এতোসব সমস্যার মাঝে নতুন ঝামেলায় পড়েছে কাতালান জায়ান্ট ক্লাবটি। কারণ ন্যু ক্যাম্প শিবিরের ছয় জন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করেছেন। ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মতবিরোধের কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তারা। তারা একসঙ্গে পদত্যাগ করায় বার্সার ব্যবস্থাপনার ভিতরে দীর্ঘদিন ধরে চলে আসা কলহটা এবার সবার সামনে পরিষ্কার হলো।

এর আগে ভাইস প্রেসিডেন্ট এমিলি রোউস্যান্ড ঘোষণা দেন, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। কারণ বার্তোমেউ চারজন বোর্ড সদস্যকে সরিয়ে দিতে চান।

রোউস্যান্ডের সঙ্গে আরেক ভাইস প্রেসিডেন্ট এনরিক টেমবাস, অন্য চার ডিরেক্টর সিলভিও এলিয়াস, মারিয়া টেইক্সিদর, জোসেফ পন্ট ও জর্দি ক্লাসামিগলিয়া বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।

তাদের পদত্যাগের কারণটা অবশ্য পুরনো। এর আগে খবরট রটেছিল বার্তোমেউয়ের ভাবমূর্তি ঠিক রাখার জন্য বার্সা একটি কোম্পানিকে নিয়োগ দিয়েছে। এবং একই সঙ্গে ক্লাবের লিওনেল মেসিসহ অন্য ফুটবলার, ক্লাবের অন্য কিংবদন্তি ও প্রেসিডেন্সিয়াল নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য।

বার্সা কর্তৃপক্ষ অবশ্য গুঞ্জনটা নাকচ করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই কেলেঙ্কারি সামাল দিলে যথাযথ ব্যবস্থা নেয়নি ক্লাব। ‘বার্সাগেট’ কেলেঙ্কারি সামাল দিতে ডাকা জরুরি বৈঠকে অনেক বোর্ড পরিচালক ক্লাবে নতুন নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি বার্তোমেউ। এজন্য তারা পদত্যাগ করেছেন। এক চিঠিতে ক্লাবকে এমনটাই জানিয়েছেন পদত্যাগ করা ছয় বোর্ড পরিচালক।

ফুটবলারদের ৭০% বেতন কমানো নিয়েও অনেক জল ঘোলা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ এমন গুঞ্জনও ছড়িয়ে দিয়েছিল যে, এনিয়ে ফুটবলাররা বিভক্ত হয়ে পড়েছেন। পরে লিওনেল মেসি জানান, ফুটবলাররা আগে থেকেই বেতন কাটছাঁটের বিষয়ে রাজি ছিলেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ বেতন কমাতে তাদের বাধ্য করতে চেয়েছে, যেটা করতে তারা আগে থেকেই রাজি ছিলেন।

পরে মেসিদের খুশী করতে বার্তোমেউ জানান, তিনি ও ক্লাবের সিইও অস্কার গ্রাউ বেতন কমানো নিয়ে ফুটবলারদের সঙ্গে যে আলোচনা হয়েছে তা নিয়ে কাউকে কিছু জানাননি। ক্লাবের অন্যরা এসব কথা ছড়িয়েছে। যারা এনিয়ে কিছুই জানে না। বোর্ড ডিরেক্টরদের সঙ্গে এনিয়েও দূরত্ব তৈরি হয় বার্তোমেউয়ের সঙ্গে।

এমনিতেই করোনা সঙ্কট মোকাবেলায় যুদ্ধ করে যাচ্ছে বার্সা। তারওপর হাজির হওয়া এই নতুন সঙ্কট সামাল দেওয়া এখন কঠিন হয়ে পড়বে কাতালানদের জন্য। সন্দেহ নেই ক্লাবের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে গিয়ে দাঁড়িয়ে।

এ সম্পর্কিত আরও খবর