লিভারপুল কিংবদন্তি ডালগ্লিশ করোনায় পজিটিভ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:34:20

কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই হাসপাতালে আছেন স্যার কেনি ডালগ্লিশ। কিন্তু অবাক করার মতো খবর হলো, এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো ধরনের লক্ষণ দেখা যায়নি লিভারপুলের এই লিজেন্ডের শরীরে। তার পরিবার খবরটা নিশ্চিত করেছে।

বুধবার যে সংক্রমণের চিকিৎসার জন্য ডালগ্লিশ হাসপাতালে গেছেন তার জন্য ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক নেওয়ার প্রয়োজন পড়ে। এর পর থেকেই ৬৯ বছরের সাবেক সেল্টিক ও স্কটল্যান্ড ফরওয়ার্ড নিয়মিত করোনাভাইরাসের পরীক্ষা করে যাচ্ছিলেন।

স্কটিশ ফুটবল কিংবদন্তি ডালগ্লিশের পরিবার জানিয়েছে, ‘অপ্রত্যাশিতভাবে পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু কোনো লক্ষণ নেই।’

১৯৭৭ সালে লিভারপুলে পাড়ি জমানোর আগে সেল্টিকের হয়ে চারটি স্কটিশ লিগ ট্রফি জেতেন ডালগ্লিশ। লিভারপুলে খেলোয়াড় হিসেবে নিজের অনার বোর্ডে জমা করেন ছয়টি লিগ চ্যাম্পিয়নশিপ ও তিনটি ইউরোপিয়ান কাপ।

দ্য রেড শিবিরকে কোচ হিসেবে উপহার দেন তিনটি লিগ শিরোপা। ১৯৯৫ সালে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপাও জেতেন ডালগ্লিশ।

এ সম্পর্কিত আরও খবর