করোনা নির্মূলে জিকোদের তহবিল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-17 12:43:44

করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ব্রাজিলবাসী। প্রাণঘাতী এই ভাইরাস নির্মূলে ঘরবন্দী হয়ে পড়েছেন সবাই। কিন্তু বেকায়দায় পড়ে গেছেন খেটে খাওয়া মানুষগুলো। দেশটির ঘনবসতিপূর্ণ বস্তির মানুষের সহায়তার জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন কিংবদন্তি জিকোদের ১৯৮২ ফিফা বিশ্বকাপের দল।

দলের সবাই একত্রিত হয়ে গড়ে চলেছেন করোনা প্রতিরোধ তহবিল। পাওলো ফ্যালকাওয়ের নেতৃত্বে মহতী এই উদ্যোগে অংশীদার হয়েছেন ১৯জন ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন জিকো, জুনিয়র ও লিয়ান্দ্রো। সবাই ভিডিও বার্তা ছড়িয়ে দিয়ে দেশবাসীকে এই মহাবিপদের দিনে এক সঙ্গে কাজ ও দান করার আহ্বান জানাচ্ছেন।

এএস রোমা ও ইন্টারন্যাসিওনালের সাবেক মিডফিল্ডার ফ্যালকাও জানিয়েছেন, এ উদ্যোগে বেশ সাড়া পাচ্ছেন তারা। এক সপ্তাহেরও কম সময়ে ৫ লাখ ডলার জমা পড়েছে তহবিলে।

এ সম্পর্কিত আরও খবর