লাহোরে তুষারপাত হলেও ভারত-পাকিস্তান সিরিজ নয়: গাভাস্কার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 15:20:58

ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে ছিলেন শোয়েব আখতার। পরিস্থিতির উন্নতি হলে সংযুক্ত আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজন করে তার অর্থ খরচ করা যেতে পারে চির বৈরী দুই প্রতিবেশী দেশের করোনা যুদ্ধে। এমনটাই ছিল পাকিস্তানের সাবেক এ পেসারের চাওয়া।

কিন্তু এনিয়ে ভারতের সাবেক ক্যাপ্টেন কপিল দেবের সঙ্গে একরকম কথার যুদ্ধ চলছে তার। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেট কিংবদন্তি সাফ জানিয়ে দিয়েছেন ভারতের টাকার দরকার নেই। জবাবে শোয়েব জানিয়েছেন, ভারতের অনেক মানুষ না খেয়ে আছেন।

দুজনের এই কথার যুদ্ধে এবার যোগ দিলেন ভারতের আরেক ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার। সাবেক এই ব্যাটিং লিজেন্ডও উড়িয়ে দিলেন বিশ্বের দুই পরাশক্তির মধ্যে ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা। গাভাস্কারের মতে, ‘ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার চেয়ে লাহোরে তুয়ারপাত হওয়ারই সম্ভাবনা বেশি।’

রমিজ রাজার সঙ্গে এক ইউটিউব ভিডিওতে কথার বলার সময় গাভাস্কার আরো জানান, আইসিসি’র ইভেন্ট ছাড়া দুদেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, ‘দুদলই বিশ্বকাপ ও আইসিসি’র টুর্নামেন্টে একে অন্যের বিপক্ষে খেলে যাবে। কিন্তু এই মুহূর্তে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হওয়া অসম্ভব।’

এ সম্পর্কিত আরও খবর