বার্সার জার্সি গায়েই ক্যারিয়ার শেষ করবেন মেসি

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 19:15:20

দলবদলের সময় এলেই প্রতিবছর তাকে নিয়ে শুরু হয় গুঞ্জন। এবার তো দলবদলের কোনো খবরই নেই। করোনাভাইরাস মহামারীতে চলতি লিগই এখন মাঝপথে স্থগিত। কবে ফুটবল লিগ শুরু হবে তার কোনো খবর নেই। কিন্তু মেসি ঠিকই খবরে আছেন। সম্প্রতি বার্সেলোনা নেতিবাচক কারণে খেলার দুনিয়ায় শিরোনামে এসেছে। বার্সার ছয়জন পরিচালক পদত্যাগ করেছেন। ক্লাবের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। খেলোয়াড়দের বেতনাদি নিয়েও ঝুট ঝামেলা তৈরি হয়েছে। এরই মাঝে মেসি বিষয়ক সেই গুঞ্জন ফের উঠেছে। বলাবলি হচ্ছে মেসি এবার বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন। নাম লেখাতে চলেছেন ম্যানচেস্টার সিটিতে। যেখানে আছেন তার পুরনো গুরু পেপ গার্দিওলা। তবে বার্সার হেড কোচ কিকে সাঁতেইন সাফ জানিয়ে দিয়েছেন- ‘মেসি কোথাও যাবে না। ক্যারিয়ার শেষ করবে সে ন্যু ক্যাম্পেই, বার্সার জার্সি গায়ে।’

বার্সার সাম্প্রতিক সমস্যা ও পদত্যাগ বিতর্ক প্রসঙ্গে সাঁতেইন বলেন-‘বড় ক্লাবে এমনসব ঘটনা ঘটতেই পারে। দুর্ভাগ্যের বিষয় হলো এই হল্লা মিডিয়ায়ও চলে এসেছে। সাধারণত এসব বিষয়ের সমাধান নিরবেই করা উচিত।’

মেসি প্রসঙ্গে বার্সা কোচ বলছিলেন- ‘ক্লাবে সম্প্রতি যা ঘটেছে তার প্রেক্ষিতে মেসির মতো একজন খেলোয়াড় ক্লাব ছেড়ে দিবে-আমি তেমনটা মোটেও ভাবছি না। আমি নিশ্চিত মেসি ন্যু ক্যাম্পেই তার ক্যারিয়ার শেষ করবে।’

স্থগিত হয়ে পড়া লা লিগায় এখনো রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে। লিগে এখনো ৯টি ম্যাচ বাকি আছে। যদি বাকি সময় আর খেলা না হয় তাহলে পয়েন্টে এগিয়ে থাকার হিসেবে বার্সেলোনাই কি সম্ভাব্য চ্যাম্পিয়ন?

এমন প্রশ্নে বার্সেলোনা কোচের প্রতিক্রিয়াটা বেশ স্পোর্টিং- ‘আমি অবশ্যই লিগে চ্যাম্পিয়ন হতে চাই। তবে মাঠে খেলেই শিরোপা জিততে চাই। আমি জানি না চলতি লিগে আমরা কবে মাঠে ফিরব। অথবা আদৌ আমরা লিগ শেষ করতে পারব কিনা। রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে থাকলেও আমি নিজেকে এমন অবস্থায় পুরোপুরি চ্যাম্পিয়ন মানতে পারব না। আমি ক্লাবে কোচের দায়িত্ব নেওয়ার আগেই থেকে বার্সা এই লড়াইয়ে এগিয়ে ছিল।’

এ সম্পর্কিত আরও খবর