বাবা হওয়ার সুখবরেও করোনা ভাবনা মিঠুনের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 05:40:20

দুঃসময়ে এ যেন খুশির পরশ। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। অনেকই এখন ঘরবন্দী। বাংলাদেশের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। ঠিক এমন সময়ে সুখবর পেলেন মোহাম্মদ মিঠুন। বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের এই তারকা। লকডাউনের সময়ে কিছুদিন আগেই সুখবর পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সহসা সাকিব আল হাসানের ঘরেও আসবে নতুন অতিথি।

জানা গেছে গত বুধবার রাতে কন্যা সন্তানের বাবা হয়েছেন মিঠুন। ২০১৬ সালে প্রথমবার পুত্র সন্তানের হয়েছিলেন তিনি। ছেলের পর মেয়ে। আনন্দটা একটু বেশিই ছুঁয়ে যাচ্ছে মিঠুনকে।

ঢাকার একটি বেসরকারী হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মোহাম্মদ মিঠুনের স্ত্রী। দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার খবরটি দিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার কন্যা পৃথীবিতে এসেছে। আমার স্ত্রী ও সন্তান দুজনই ভালো আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’ পরে ফেসবুকেও জানিয়েছেন এই সংবাদ। তিনি জানান, ‘আমরা আগেই ঠিক করে রেখেছিলাম। ওর নাম আমরা রেখেছি আলীশা মেহরিশ।’

একই সঙ্গে সবার কাছে দোয়া চাইলেন মিঠুন। সুখবর পেয়েও তার ভাবনায় থাকছে প্রাণঘাতি এই ভাইরাস, ‘ওর জন্য সবার কাছে দোয়া চাইছি। সেই সঙ্গে প্রার্থনা করছি বাংলাদেশের মানুষ যেন করোনার এই বিপদ থেকে দ্রুত মুক্তি লাভ করে।’

সত্যিই তাই করোনা কেটে গেলে স্বস্তি মিলবে। অন্যদের মতো ক্রিকেটাররাও যে হাঁপিয়ে উঠেছেন।

এ সম্পর্কিত আরও খবর