করোনায় চলে গেলেন রহমতগঞ্জের সহসভাপতি আবুল কাশেম

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 12:14:59

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে ক্রীড়াঙ্গনের খারাপ খবর এতোদিন এসেছে দেশের বাইরে থেকে। বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ফুটবলার ও কোচের সঙ্গে পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারও চলে গেছেন না ফেরার দেশে। করোনাভাইরাস প্রাণ নিয়েছে তাদের। এবার দেশের ফুটবলাঙ্গন থেকে এলো তেমন একটি শোকের সংবাদ।

প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে পরলোকে চলে গেছেন পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি হাজি আবুল কাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬০ বছর বয়সে বুধবার রাত তিনটায় পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। খবরটা নিশ্চিত করেছেন রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ।

মঙ্গলবার জ্বর ও ঠান্ডা-কাশি নিয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন হাজী আবুল কাশেম। পরে মেডিকেল পরীক্ষায় দেখা যায় তিনি করোনায় পজিটিভ। ওইদিন রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

২০ বছর ধরে রহমতগঞ্জের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন পুরান ঢাকার বাসিন্দা হাজী আবুল কাশেম। একটা সময় ক্লাবটির হয়ে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবলেও খেলেছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর