সব অভিযোগ অস্বীকার করছেন জাভেদ, কিন্তু রক্ষা মিলবে কি?

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-23 03:03:03

অভিযোগ: সন্দেহজনক গতিবিধি।

অভিযোগ দাতা: আইসিসির দুর্নীতি দমন ইউনিট।

অভিযুক্ত: জাভেদ ওমর। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান। সদ্য শেষ হওয়া নারী বিশ্বকাপে যিনি দলের ম্যানেজার ছিলেন।

বিসিবি যে ব্যবস্থা নিচ্ছে: জাভেদ ওমরকে ভবিষ্যতে বিসিবির কোনো ধরনের কাজে না রাখার সিদ্ধান্ত।

এবং জাভেদের জবাব: ‘আমি নিজেও এমন খবর শুনে অবাক। আসলে কোথা থেকে কি হলো আমি এখনো কিছু বুঝে উঠতে পারছি না। নারী বিশ্বকাপ চলাকালে এবং তার পরে কোনো সময়ে কখনোই আইসিসির দুর্নীতি দমন ইউনিট আমার সঙ্গে কথা বলেনি। এখন শুনছি এই অভিযোগের কথা। আমি যদি কোনো ভুলই করে থাকতাম তাহলে তো আইসিসি আমার সঙ্গে সেটা নিয়ে কথা বলতো। কিন্তু এমন কোনো বিষয়ে আইসিসি বা বিসিবি কেউ কখনো আমার সঙ্গে কোনো কথা বলেনি।’

বিস্তারিত ব্যাখ্যায় জাভেদ ওমর বেলিম বলছিলেন-‘বিশ্বকাপের সময় আমি যে ফোনে কথা বলতাম, সেই ফোনের সিম তো আকসুই আমাকে দিয়েছে। আমি যদি কারো সঙ্গে সন্দেহজনক কিছু বলে থাকি, তাহলে সেটা তো আকসুর জানার কথা। কিন্তু কই তারা তো কোনো সময়ে এমনসব বিষয়ে আমার কাছে কিছুই জানতে চায়নি।’

এদিকে বিসিবির পক্ষ থেকে জাভেদ ওমরের বিরুদ্ধে আইসিসির এই অভিযোগের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বিসিবি পরিচালক আকরাম খান মঙ্গলবার, ২১ এপ্রিল চট্টগ্রাম থেকে বার্তা২৪.কম-কে বলেন-‘আমি খবরটা পত্রিকায় দেখেছি। তবে বিসিবি এখনো জাভেদের ব্যাপারে এই অভিযোগ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

আর এটা স্বাভাবিক প্রক্রিয়া যে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে না জানা পর্যন্ত বিসিবি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাবে না।

তবে একটা বিষয় খুবই স্পষ্ট যে আইসিসির কাছ থেকে জাভেদ ওমরের বিষয়ে বিসিবি একটা নির্দেশনামা ঠিকই পেয়েছে। বিসিবি’র একটি সূত্র বার্তা২৪.কম-কে জানায়-জাভেদ ওমর অনেক আগে থেকেই আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) সন্দেহের তালিকায়। সেই যখন তিনি মাঠের ক্রিকেটার ছিলেন তখন থেকেই! দীর্ঘসময়ের সেই সন্দেহের যোগফলেই আকসুর কালো তালিকায় লেখা হয় তার নাম। আর তাই বিসিবি সামনের সময়ে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো দায়িত্বে জাভেদ ওমরকে না রাখার স্বাভাবিক সিদ্ধান্তের পথেই যাচ্ছে।

এখন প্রশ্ন হলো সন্দেহজনক গতিবিধির যে অভিযোগ আকসু এনেছে জাভেদ ওমরের বিপক্ষে সেটা কতদূর বিস্তৃত?

উত্তর হলো- অনেকদূর। সন্দেহজনক গতিবিধি মানে ম্যাচ গড়াপেটার সঙ্গে কোনো না কোনো সূত্রে সম্পৃক্ততা থাকা। সাধারণত কারো বিরুদ্ধে অভিযোগের শতভাগ সত্যতা না পাওয়া পর্যন্ত আকসু অ্যাকশনে যায় না। অতএব..।

জাভেদ ওমরের খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ ২০০৭ সালে। এবার কোচিং ক্যারিয়ারও দি এন্ড.. ২০২০ সালে, করোনাকালে!

এ সম্পর্কিত আরও খবর