লকডাউনে একাকী অনুশীলনে জীবন দিলেন সামোখভালভ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:58:59

রাশিয়ায় চলছে লকডাউন। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে বাইরে বের হওয়া নিষেধ। এক সঙ্গে ফুটবলারদের অনুশীলন করাও মানা। কিন্তু মাঠের লড়াইয়ের জন্য নিজেকে ফিট রাখতে হবে তো। তাইতো লোকোমোটিভ মস্কোর তরুণ ফুটবলার ইনোকেন্তি সামোখভালভ একা একা চালিয়ে যাচ্ছিলেন অনুশীলন।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে ফুটবলাররা রয়েছেন কোয়ারেন্টিনে। তাই যে যার মতো অনুশীলন করে যাচ্ছেন। কিন্তু লকডাউনে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল। জীবনটাই দিতে হলো ২২ বছরের এই রুশ ফুটবলারকে। সোমবার একাকী অনুশীলনের সময় হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন সামোখভালভ।

ক্লাব কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘এফসি লোকোমোটিভ স্তম্ভিত। আমাদের পরিবারের জন্য বড় এক দুঃখের খবর। তার পরিবার ও বন্ধুদের প্রতি জানাই গভীর শোক ও সমবেদনা।

স্ত্রী ও এক ছেলে রেখে যাওয়া সামোখভালভ রাশিয়ার তৃতীয় বিভাগ ফুটবলে খেলতেন লোকোমোটিভ রিজার্ভ টিম কাজানকার হয়ে। ২০১৫ সালে যোগদান করলেও এখনো পর্যন্ত রাশিয়ান প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়নি।

এ সম্পর্কিত আরও খবর