ভারতের ব্যাটসম্যানরা নিজেদের জন্য খেলত, দলের জন্য নয়- ইনজামামের আবিষ্কার!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-11 14:10:45

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ধরন নিয়ে নতুন একটা তথ্য আবিষ্কার করেছেন। তিনি বলেছেন- ‘তার খেলোয়াড়ি জীবনের সময়টায় ভারতের ব্যাটসম্যানরা দলে নিজের জায়গা ঠিক করার জন্য খেলত। আর পাকিস্তানি খেলোয়াড়রা খেলত শুধু দলের জন্য, ব্যক্তিগত কোনো রেকর্ডের জন্য নয়। পাকিস্তানিরা সবসময় তাদের অধিনায়ককে বিশেষ করে ইমরান খানের নেতৃত্বে যখন খেলত তখন অধিনায়ককে সমর্থন দিত।’

পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে আলাপচারিতায় ইনজামাম পাকিস্তান ও ভারতের ব্যাটসম্যানদের সম্পর্কে নিজের এই বিশ্লেষণ জানান।

পাকিস্তানের বর্তমান সময়ের ক্রিকেটারদের শক্তি-সামর্থ্য ও মানসিকতায় ব্যাখ্যায় ইনজামাম বলেন- ‘এই সময়ের পাকিস্তানের ক্রিকেটাররাও অনেক প্রতিভাবান, তবে তারা সব সময় ব্যর্থতার আতঙ্কে ভুগে। বাদ পড়ার আতঙ্ক যখনই কোনো ক্রিকেটারের মধ্যে চেপে বসবে তখন সে তার সেরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারে না।’

সাবেক অধিনায়ক এবং বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভূয়সী প্রশংসা করে ইনজামাম বলেন- ‘কোনো ক্রিকেটার একটা বা দুটো সিরিজে খারাপ করলে তার ওপর থেকে অধিনায়ক ইমরান খান আস্থা হারিয়ে ফেলতেন না। তাকে নিজের সেরাটা দেখানোর সুযোগ করে দিতেন।’

তার সময়ের ভারতীয় ক্রিকেটারদের প্রসঙ্গে ইনজামাম যা বলেছেন সেটা নিশ্চিতভাবেই সামনের দিনে সমালোচনার ঝড় তুলবে। ইনজি বলেন- ‘আমাদের সেই সময়টায় কাগজে-কলমে ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ অনেক শক্তিশালী ছিল। তাদের তুলনায় আমাদের ব্যাটসম্যানদের রেকর্ড খুব একটা ভালো ছিল না। কিন্তু ম্যাচে যখন আমাদের কেউ ৩০/৪০ রান করত, সেটা সে করত দলের জন্যই। আর কোনো ভারতীয় যখন সেঞ্চুরি করত তখন সেটা তার দলের জন্য নয়, বরং নিজের জন্যই খেলত। পাকিস্তান ও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে পার্থক্য মূলত এটাই ছিল তখন।’

ইনজামামের এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের কাছ থেকে জবাবটা কি আসে সেই অপেক্ষায় এখন ক্রিকেট ফ্যানরা।

পাকিস্তানের হয়ে ইনজামাম ১২০ টেস্টে ৮,৮৩০ রান করেছেন। সেঞ্চুরির সংখ্যা ২৫টি। ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩৭৮টি। রান করেছেন ১১ হাজারের বেশি। সেঞ্চুরি আছে ১০টি। পাকিস্তানের হয়ে ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী দলের তরুণ সদস্য ছিলেন ইনজামাম-উল-হক।

এ সম্পর্কিত আরও খবর