বাংলাদেশের মানুষের মুখে হাসি দেখতে চান সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:44:07

মন ভালো নেই বাংলাদেশের মানুষের। মুখে এক চিলতে হাসিও নেই। সুখ তো কবেই ছিনতাই করেছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক। এ মহাসঙ্কট থেকে পরিত্রাণের জন্য যুদ্ধ করে যাচ্ছে পুরো দেশ। সেই যুদ্ধে সামিল হয়েছেন সাকিব আল হাসানও।

নিজের নামে দাতব্য ফাউন্ডেশন গড়েছেন সুপারস্টার সাকিব। সংগ্রহ করেছেন তহবিল। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে দিয়েছেন করোনা শনাক্তকরণ কিট। থেমে যায়নি তার মহতী উদ্যোগ। এখনো তহবিল গড়ে চলেছেন। ভক্ত-সমর্থকদের প্রতি আহ্বান করেছেন সহায়তার হাত বাড়িয়ে দিতে। আর নিজের প্রিয় ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন মানবিক সহায়তার পরিধি বাড়াবেন বলে।

এতসব কর্মযজ্ঞের কারণ কী? দেশের মানুষের মুখে হাসি ফোটাবেন বলে যুক্তরাষ্ট্রে বসেও বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এতদিন সাকিব কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তার কর্মকাণ্ডের উদ্দেশ্য।

ব্যাট নিলামে তুলে লাইভে এসে ক্রিকেট মহাতারকা সাকিব নিজের কণ্ঠে এবার জানিয়ে দিলেন তার লক্ষ্য। এখন হয়তো তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন। কিন্তু তার মন পড়ে আছে বাংলাদেশে। তার ভাবনায় কেবল দেশের মানুষ। করোনা বিপর্যয়ের দিনে তার এখন একটাই চাওয়া- দেশের মানুষের মুখে হাসি ফিরে আসুক। আর সেজন্য নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি সাকিব নিলামে তুলেছেন। কারণ ব্যাটের চেয়ে প্রিয় তার দেশের মানুষ।

লাইভ সেশনে এক ভক্ত প্রশ্ন করেন- যে হাসিটা দেখে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনুপ্রাণিত হয় সেই মানুষটি কার হাসিতে অনুপ্রাণিত হয়? উত্তরে বাংলাদেশের আর্ত মানুষের মুখে হাসি দেখতে চান সাকিব, ‘অবশ্যই বাংলাদেশের মানুষের হাসি দেখতে পারলেই এখন আমি সব থেকে খুশী হব। বাংলাদেশের মানুষের হাসিতে সবচেয়ে বড় বাধা এখন করোনাভাইরাস। এটা যদি যায় তাহলে বাংলাদেশের মানুষ বড় হাসিটা হাসবে। সেটাতেই আমি সবচেয়ে বেশি খুশী হব এখন।’

সাকিব আল হাসান ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। এক ভক্ত প্রশ্ন রাখেন- সাকিব আল হাসান যদি এই মুহূর্তে কোনো একটি ইনিংস পুনরায় খেলতে চান। যেটার স্কোর হয়তো তার পছন্দ মতো হয়নি। সেটি যদি আবার শুরু করতে চান। সেটি কোন ইনিংসটি হবে? সাকিবের জবাব, ‘অস্ট্রেলিয়ার সাথে। বিশ্বকাপে যদি আমার ব্যক্তিগত অপূর্ণতা থেকে থাকে সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেটা আবার শুরু করতে চাইব। তবে ৪১ থেকে। শূন্য থেকে করতে গেলে আবার কমও হতে পারে। তাই ৪১ থেকেই শুরু করতে চাই।’

সাকিবের কাছে নিলামের বিজয়ী যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ জানতে চান তার সেরা ইনিংসটির কথা। জবাবে ক্রিকেট মেগাস্টার নিজের কয়েকটি ইনিংসের কথা উল্লেখ করেন, `বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি খুব ভালো লেগেছিল (৯৯ বলে ১২৪* রান)। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস আমার খুব পছন্দের (১১৯ বলে ১২১ রান)। যদিও ইংল্যান্ডের কাছে আমরা হেরেছি।’

‘২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ইনিংসটি (৯২ রান) স্পেশাল ছিল। ডাবল সেঞ্চুরি তো অবশ্যই স্পেশাল (২১৭ রান)। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটি আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। আর টি-টোয়েন্টির কথা চিন্তা করলে, অবশ্যই ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ইনিংসটি (৮৪ রান)। এছাড়া বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের ইনিংসটিও অনেক স্পেশাল।’

এ সম্পর্কিত আরও খবর