ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ স্থগিত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:29:13

করোনাভাইরাসের দাপটের কারণে ইংল্যান্ড ও ওয়েলসে সব ধরনের ক্রিকেট স্থগিত করা হয়েছিল ২৮ মে পর্যন্ত। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতির দেখা নেই। উল্টো সঙ্কট দিন দিন ঘনীভূত হচ্ছে। ঠিক এ কারণেই ক্রিকেট স্থগিতের মেয়াদ ১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হোম টেস্ট সিরিজ স্থগিত হয়ে গেল। তিন ম্যাচের এই ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা ছিল ৪ জুন।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মেয়েদের সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ জুন থেকে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে এই ক্রিকেট সিরিজও এখন পিছিয়ে গেল।

তবে ঘরোয়া টুর্নামেন্টগুলো এখনো বাতিল করা হয়নি। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের অভিষেক আসরের ভাগ্য নির্ধারণ করতে বুধবার বৈঠকে বসবে ইসিবি। ১৭ জুলাই থেকে শুরু হওয়ার কথা ঘরোয়া এই টুর্নামেন্ট।

ইংল্যান্ড ও ওয়েলসে ঘরোয়া মৌসুম শুরু হওয়ার সূচি ছিল ১২ এপ্রিল। ফলে ঘরোয়া প্রথম শ্রেণী ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য নতুন করে সূচি ঠিক করতে হবে এখন ইসিবি-কে।

এ সম্পর্কিত আরও খবর