ফুটবল লিগ বাতিলে ফিফার লম্বা বাঁশি!

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-06 02:30:07

মহামারী করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে পড়া বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল লিগ পুনরায় শুরুর তোড়জোড় চলছে। তবে ফিফার মেডিকেল প্রধান এই ব্যাপারে তার স্পষ্ট বক্তব্যে যা জানিয়েছেন তা পুরোপুরি এমন- এই মৌসুমের জন্য সব লিগ বাতিল কর।

নিজের যুক্তি হিসেবে ফিফা মেডিকেল প্রধান মিচেল ডি’ওগে জানিয়েছেন-‘করোনাভাইরাস দ্বিতীয় দফায়ও আঘাত হানতে পারে। তাই সম্ভাব্য সেই শঙ্কা এড়াতে আগামী মৌসুমের আগে মাঠে আর কোনো ফুটবল শুরু করা উচিত নয়।’

ফ্রান্সে অবশ্য এরই মধ্যে লিগ ওয়ান ও লিগ টু বাতিল হয়ে গেছে। ফ্রান্স সরকার জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরের আগে মাঠে ফুটবল ফেরা সম্ভবপর নয়। এদিকে আর্জেন্টিনাও এই মৌসুমের জন্য তাদের ঘরোয়া ফুটবল লিগ বাতিল করে দিয়েছে।

ফিফা মেডিকেল প্রধানের সব লিগ বাতিলের এই মতামতের পর চ্যাম্পিয়নস লিগের ভবিষ্যৎও সম্ভবত ঝুলে যাচ্ছে। বাতিলের খাতায় যোগ হতে পারে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ।

ইংল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকায় সাক্ষাৎকারে ফিফা মেডিকেল প্রধান মিচেল ডি’ওগে জানান- ‘আসলে এই ব্যাপারে সিদ্ধান্তটা আসা উচিত সংশ্লিষ্ট দেশের সরকারের কাছ থেকে। মনে রাখতে হবে ফুটবল হঠাৎ করে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে না। আমার মতামত যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বলব, আমি খুব খুশি হব যদি পরের মৌসুমটা আমরা ভালোভাবে শুরু করতে পারি। পরের মৌসুম শুরুর আগে অবশ্যই আর কোনো ফুটবল নয়।’

করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফিফা মেডিকেল প্রধান বলেন- ‘২০২০-২০২১ সালের নতুন মৌসুম যদি আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরেও শুরু করতে পারলে আমি খুশি হব। এই সময় পর্যন্ত প্রলম্বিত করতে পারলে দ্বিতীয় দফার ভাইরাসের আক্রমণ এড়ানো সম্ভব হতে পারে। এখন সময়টা সতর্ক থাকার। শুনতে পারছি বেশ কয়েকটি দেশ দর্শকশূন্য গ্যালারিতে ফুটবল শুরুর পরিকল্পনা নিচ্ছে। একটা বিষয় অবশ্যই সবাইকে মনে রাখতে হবে অর্থনীতি এবং স্বাস্থ্য সুরক্ষার মধ্যে একটা ভারসাম্য অবশ্যই আনতে হবে। বেশিরভাগ সময়েই আমি দেখেছি এসব ক্ষেত্রে সাধারণ অর্থনীতিই জিতে যায়। লম্বা ভ্রমণে ক্লান্ত থাকার পরও ফুটবলারদের মাঠে নামতে হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় অথবা দূষণ ভরা পরিস্থিতি-এমনসব চরম বিরূপ পরিস্থিতিতেও ফুটবলারদের বাধ্য হয়ে মাঠে নামতে হয়। তবে এখন যা পরিস্থিতি তাতে অতি অবশ্যই অর্থনৈতিক যুক্তির বিপক্ষে মেডিকেল যুক্তির জয় আমাদের দেখতেই হবে। এখন সময়টা অর্থ-কড়ির নয়, ব্যাপারটা এখন জীবন-মৃত্যুর!’

চলতি মৌসুমের সব ফুটবল লিগ বাতিলে বাঁশিতে তাহলে ফিফা লম্বা ফুঁ দিয়ে দিল!

এ সম্পর্কিত আরও খবর