ইতালিতে আজ থেকে ফুটবলারদের অনুশীলন শুরু

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 03:57:35

করোনাভাইরাসের কষ্ট-কান্না সরিয়ে ফুটবল আনন্দে ফেরার অপেক্ষায় ইতালি। দেশটিতে ফুটবলারদের অনুশীলনের ওপর থেকে সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার, ৪ মে থেকে ইতালির সেরি এ লিগের ফুটবল ক্লাবগুলো অনুশীলনে ফিরছে। ইতালি সরকার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

করোনাভাইরাসের কারনে ইতালিতে গত মার্চে ফুটবলসহ সব ধরনের খেলা স্থগিত করা হয়েছিল। দেশজুড়ে ইতালি সরকার ১৭ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিল। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ২৮ হাজার মানুষ মারা গেছে। তবে বর্তমানে ইতালিতে পরিস্থিতির উন্নতি হয়েছে। লকডাউনের মধ্যেও চলাফেরায় অনেককিছু শিথিল করা হয়েছে। অর্থনীতির গতিতে সচল করার কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। তবে সবকিছুই করা হচ্ছে সামাজিক দূরত্ব ও করোনাভাইরাস মোকাবেলায় সুনির্দিষ্ট বিধি-বিধান মেনেই।

ফুটবলারদের অনুশীলনে ফেরার প্রজ্ঞাপনেও সেই বিধি-বিধানের উল্লেখ করেছে ইতালি সরকার। দলগত অনুশীলন নয়, এককভাবে অনুশীলনের জন্য খেলোয়াড়দের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে-‘পেশাদার ও অপেশাদার সব অ্যাথলিটসহ ইতালির সকল নাগরিকরা সরকারি অথবা বেসরকারি খেলার মাঠ বা পার্কে এককভাবে অনুশীলনে অংশ নিতে পারবে। তবে এই কার্যক্রম চলাকালে সবাইকে অবশ্যই সামাজিক দূরত্বের প্রক্রিয়া পালন করতে হবে। কোন ধরনের জমায়েত করা যাবে না। একে অন্যের সঙ্গে অন্ততপক্ষে দুই মিটারের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অনুশীলনের কাজ করতে হবে।’

আগামী ১৭ মে লকডাউনের সময়সীমা পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।

ইতালির সেরি এ ফুটবল লিগে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ক্রিশ্চিয়ানো রোনালদের দল জুভেন্টাস। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে ল্যাজিও।

এ সম্পর্কিত আরও খবর