ভারতের মাটিতেই ম্যাচ-ফিক্সারদের মাফিয়া আখড়া: আকিব জাভেদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 18:32:20

প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটা মোটেই ভালো নয় পাকিস্তানের। সে কারণে ছিন্ন হয়ে আছে চির বৈরী দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক। দুই দেশের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটাও খুব একটা উষ্ণ নয়। সেই শীতল সম্পর্কটা বোধ হয় আরো একটু বাড়িয়ে দিলেন আকিব জাভেদ।

ভাবছেন আকিব জাভেদ কী এমন করলেন? যেটা ভারতীয় ক্রিকেটার ও ভক্তদের খারাপ লাগতে বাধ্য। পাকিস্তানের সাবেক এ ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্যই হতে পারে তাদের মন খারাপের কারণ।

এবার তাহলে ব্যাপারটা খোলাসা করা যাক। আকিব অভিযোগের আঙ্গুল তুলেছেন ভারতের বিরুদ্ধে- তাদের প্রতিবেশী দেশটি নাকি ম্যাচ-ফিক্সারদের আশ্রয়-প্রশ্রয় দেয়। ভারতের মাটিতেই রয়েছে ক্রিকেটের ম্যাচ ফিক্সিংয়ের ‘মাফিয়া আখড়া’।

বুধবার এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আকিব জাভেদ বলেন, ‘আইপিএল নিয়ে প্রশ্ন উঠেছে। আমার মতে, ম্যাচ-ফিক্সিংয়ের মাফিয়া ডেরা রয়েছে ভারতে।’

পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি নিয়ে ১৯৯০ এর দশকে মুখ খুলে ছিলেন আকিব জাভেদ। জানান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও সেলিম মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি। আদালতে সাক্ষ্য দিলে তাকে কেটে টুকরো টুকরো করার হুমকিও দিয়েছিলেন বাজিকররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ-ফিক্সারদের আস্কারা দেয়। তার ইঙ্গিত দিয়ে সাবেক পেসার আকিব বলেন, ‘যারা ম্যাচ ফিক্সারদের বিরুদ্ধে কথা বলে তারা আসলে নিজের ক্যারিয়ারের ক্ষতি করে।’ নিজের উদাহরণ টেনে বলেন, ম্যাচ পাতাতে রাজি না হওয়ায় ১৯৯০ এর দশকে ওয়াসিম আকরাম তাকে পাকিস্তান দলের বাইরে ছিটকে দিয়েছিলেন। এজন্য তার ক্যারিয়ারটা দ্রুত শেষ হয়ে গেছে। তাই দেশের প্রধান কোচ হতে পারেননি ওয়ানডেতে ১৮২ ও টেস্টে ৫৪ উইকেটের এ মালিক।

ম্যাচ পাতানোর জন্য চার-পাঁচজন ক্রিকেটারই যথেষ্ট। ২২ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা আকিবের মতে, ১৯৯০ এর দশকে অবশ্যই সেটা করা কঠিন কোনো কাজ ছিল না।

মোহাম্মদ আমিরকে ক্রিকেটে ফেরার সুযোগ দেওয়ায় পিসিবি’র সমালোচনা করেন ৪৭ বছরের আকিব, ‘এটা আসলে ম্যাচ-ফিক্সিংয়ের সাথে জড়িতদের উৎসাহ দেয়।’ শুধু দুর্নীতিগ্রস্ত ক্রিকেটারদের নয়। সাবেক এ তারকা বোলার একই সঙ্গে শাস্তি চান বাজিকরদেরও।

এ সম্পর্কিত আরও খবর