ইংলিশ প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর চিন্তা-ভাবনা করছে ইংল্যান্ড। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের মাঠে গড়াবে স্থগিত লিগ টুর্নামেন্ট। মৌসুম শেষ করতে এখন চলছে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা। যাতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়িয়ে দ্রুত শেষ করা যায় চলতি মৌসুম।
ইংল্যান্ডের অনেক ক্লাবই নিরপেক্ষ ভেন্যুতে লিগ টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের পক্ষে। বিশেষ করে জায়ান্ট ক্লাবগুলো রয়েছে এ পক্ষে। তবে এ ধারণার বিপক্ষে যে কোনো ক্লাব নেই। সেটা কিন্তু নয়। এ প্রস্তাবনার বিরুদ্ধেও আছে বেশ কয়েকটি ক্লাব।
ব্রাইটন ও অ্যাস্টন ভিলা আগেই নিরপেক্ষ ভেন্যুতে ইংলিশ লিগ আয়োজনের প্রস্তাবের বিরুদ্ধে প্রকাশ্যে মতামত জানিয়েছে। এবার তাদের সঙ্গে যোগ দিল ওয়াটফোর্ড।
ওয়াটফোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী স্কট ডাক্সবারি জানিয়েছেন, এই পরিকল্পনা হবে ন্যায্যতা ও ক্রীড়া সততায় ছাড় দেওয়ার সামিল।
এটা এখন নিশ্চিত যে, নিরপেক্ষ ভেন্যু নিয়ে সোমবারের বৈঠকে কোনো ভোটাভুটি হচ্ছে না। ভোট হতে পারে চলতি মাসের শেষ দিকে। সেখানেই সিদ্ধান্ত হবে খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে কিনা। তবে ব্রাইটন, অ্যাস্টন ভিলা ও ওয়াটফোর্ড- এই তিন ক্লাব মিলে ‘না’ ভোট দিলেও কোনো লাভ হবে না। কারণ লিগের ২০ ক্লাবের মধ্যে ১৪টি ক্লাবই নতুন এই পরিকল্পনার পক্ষে।
তবে সিদ্ধান্ত নেওয়ার আগে টুর্নামেন্ট ও মাঠের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করছে লিগের কর্তা-ব্যক্তিরা। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই ব্রিটিশ সরকার তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে।