প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার ইতিহাস গড়া জার্সিটি নিলামে বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়। শনিবার (৯ মে) রাতে অনলাইন নিলামের প্লাটফর্ম অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে লাইভ বিডিংয়ের মাধ্যমে জার্সিটি কিনেছে কার্নিভাল ইন্টারনেট নামের একটি প্রতিষ্ঠান। জার্সিটির ভিত্তি মূল্য ধরা হয়েছিল দুই লাখ টাকা।
নিলামে তোলা হয়েছিল ১৯৮৯ সালে দেশের মাটিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার স্মৃতিবিজড়িত মোনেম মুন্নার ঐতিহাসিক জার্সিটি। করোনা যুদ্ধে তার পরিবার উৎসর্গ করেছে প্রেসিডেন্ট গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে মোনেম মুন্নার পরিহিত ‘২’ নম্বর জার্সিটি।
সঙ্গে মুন্নার আবাহনী লিমিটেডের অন্য একটি জার্সি বিক্রি হয়েছে ২ লাখ ১০ হাজার টাকায়। জার্সিটি প্রথমে নিলামে তোলা না হলেও লাইভ নিলামে যোগাযোগ করে সেটা কিনে নেন এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী মাহবুবুর রহমান।
নিলাম থেকে আসা অর্থটা মুন্না স্মৃতি সংসদের মাধ্যমে কিংবদন্তি এই ফুটবলারের স্ত্রী সুরভী মোনেম খরচ করবেন করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়।