টিভিতে নয়, এবার ফেসবুকে লা লিগা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 04:00:41

বাংলাদেশের দর্শকরা এবার টেলিভিশনের পর্দায় স্প্যানিশ লা লিগা দেখতে পারছে না। লা লিগা সম্প্রচারের স্বত্ব পায়নি সনি পিকচার্স নেটওয়ার্ক। তবে হতাশ হতে হচ্ছে না ইউরোপিয়ান ফুটবলের ভক্তদের। রাত জেগে খেলা দেখা যাবে সরাসরি ফেসবুকে। শুক্রবার থেকে মাঠে গড়াবে লিগ লড়াই। তার আগেই মিলল এই সুখবর।

সুখবর বলার অর্থ এ কারণেই যে বাংলাদেশে ফেসবুকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। টিভির চেয়ে মোবাইলে সরাসরি খেলা দেখতে পারাটা নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ভক্তদের জন্য সুখবর। আগামী তিন মৌসুমের জন্য দক্ষিণ এশিয়ার লা লিগা স্বত্ব কিনে নিয়েছে অন্তর্জালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

এর অর্থ-বাংলাদেশের পাশাপাশি ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা আর পাকিস্তানের দর্শকরা লা লিগার ম্যাচ ফেসবুকে সরাসরি দেখতে পারবেন।
দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে ফেসবুক ব্যবহারকারী প্রায় ৩৫ কোটি। যারমধ্যে ভারতে আছে ২৭ কোটি ফেসবুক ইউজার।

সাউথ এশিয়ায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তাটাও তুঙ্গে। এ কারণেই বিনিয়োগ করতে পিছপা হয়নি ফেসবুক কর্তৃপক্ষ। তারও আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্বত্বও কিনতে চেয়েছিল তারা। কিন্তু সনির সঙ্গে পেরে উঠেনি।

এ সম্পর্কিত আরও খবর