বিপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব, ছয় বছর নিষিদ্ধ শফিকুউল্লাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 07:51:47

ক্রিকেটে দুর্নীতি বিরোধী আইন ভেঙ্গেছেন শফিকুউল্লাহ শাফাক। ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ২০১৮ আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) ম্যাচ পাতানোর চেষ্টাও করেছেন। এ অপরাধে তাকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি)। সব ধরনের ক্রিকেট ও ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম থেকে নির্বাসনে থাকবেন এখন আফগান এ ব্যাটসম্যান।

গত বিপিএলে শফিকুউল্লাহ তিনটি ম্যাচ খেলেন সিলেট থান্ডারের হয়ে। বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলার সময় এই দলকে নিয়ে বেশ কয়েকটি সন্দেহজনক খবর ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে।

ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ পাতানোর জন্য ঘুষ লেনদেন, ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, ম্যাচ পাতানোর জন্য সতীর্থকে প্ররোচনা দেওয়া ও দুর্নীতির প্রস্তাব পেয়েও গোপন করার অভিযোগ আনা হয়েছে ৩০ বছরের শফিকুউল্লাহর বিরুদ্ধে। সব অভিযোগই স্বীকার করে নিয়েছেন ২৪টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলা এ আফগান ক্রিকেটার।

এ সম্পর্কিত আরও খবর