পাঁচ বদলির সঙ্গে রেলিগেশনও থাকছে বুন্দেসলিগায়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 12:27:30

প্রথম মেজর কোনো ইউরোপিয়ান লিগ হিসেবে শনিবার (১৬ মে) মাঠে গড়াতে যাচ্ছে বুন্দেসলিগা। বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ দুই মাসের বিরতি দিয়ে জার্মান লিগ মাঠে ফিরলেও আসবে অনেক নিয়মের পরিবর্তন।

ফিফার নিয়ম মেনে বুন্দেসলিগার প্রতিটি দল পাঁচজন ফুটবলার বদলি করতে পারবে। প্রতি ম্যাচে এমন সুযোগ পাবে ক্লাবগুলো। ফুটবলারদের এখন অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ খেলতে হবে। দ্রুত ফুটবল মৌসুম শেষ করতে গিয়ে খেলোয়াড়দের শরীরের ওপর দিয়ে যাবে বাড়তি ধকল। সেটা কাটিয়ে উঠে খেলোয়াড়রা যাতে ইনজুরিতে না পড়েন। সে জন্যই ফিফা এই নতুন নিয়মের অনুমোদন দিয়েছে।

মৌসুম শেষে রেলিগেশনের নিয়মও কার্যকর হবে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বল্প সময়ের জন্য ভেন্যুও পরিবর্তন করা যাবে। মৌসুম শেষ করার সূচি ৩০ জুন হলেও প্রয়োজনে জুলাইতেও খেলা আয়োজন করা যাবে। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল)।

বুন্দেসলিগার সঙ্গে জার্মানির দ্বিতীয় বিভাগ ফুটবলও মাঠে গড়াবে। তবে সব ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে।

২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টানা অষ্টম লিগ শিরোপা জয়ের লড়াইয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। বরুশিয়া ডর্টমুন্ড চার পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা আরবি লিপজিগের সংগ্রহ ৫০ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর