জুলাইয়ের সব টেনিস টুর্নামেন্ট স্থগিত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:35:08

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত রয়েছে সব ধরনের টেনিস খেলা। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ফের স্থগিত হয়ে গেল এটিপি ও ডব্লিউটিএ ট্যুরের পেশাদার টেনিস খেলা।

জুলাইয়ের সব ধরনের এটিপি টুর্নামেন্ট এখন স্থগিত। হচ্ছে না তৃতীয় সারির ৫০০ লেভেলের ইভেন্ট হামবুর্গ ওপেনও।

বাস্তাদ (সুইডেন), বুখারেস্ট (রোমানিয়া), লুসান (সুইজারল্যান্ড) ও জুরমালার (লাটভিয়া) ডব্লিউটিএ ইভেন্টও বাতিল করা হয়েছে। পালের্মো (ইতালি) ও কার্লশ্রুহের (জার্মানি) টুর্নামেন্টও একই পথে হাঁটতে যাচ্ছে।

আগস্টের শেষ দিকে নিউইয়র্কে হতে যাওয়া ইউএস ওপেন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগের সূচিতে এখনো রয়ে গেছে টুর্নামেন্টটি।

কোভিড-১৯ সঙ্কটের জন্য মার্চের শুরু থেকে কোনো ধরনের পেশাদার টেনিস টুর্নামেন্ট কোর্টে গড়াচ্ছে না। ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে চলে গেছে সেপ্টেম্বরে। আর বাতিল করা হয়েছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ।

এ সম্পর্কিত আরও খবর