আফ্রিদির দৃষ্টিতে মুশফিক রিয়াল লাইফ হিরো

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:30:39

করোনা সঙ্কটের শুরু থেকে মানবতার ডাকে সাড়া দিয়ে চলেছেন মুশফিকুর রহিম। ক্রীড়াঙ্গন ও ক্রীড়াঙ্গনের বাইরে দুস্থ ও অভাবী মানুষের মুখে হাসি ফুটিয়ে চলেছেন আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে। নিজের জেলায় বগুড়ায় চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্য কর্মীদের জন্যও পাঠিয়েছেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী।

এখনো থেমে যায়নি মুশফিকের মানবিক সহায়তা। করোনা যুদ্ধে লড়ে যাচ্ছেন। গড়ে চলেছেন তহবিল। যার জন্য নিজের প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করলেন। যে ব্যাট দিয়ে বাংলাদেশকে প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দিয়ে ছিলেন বাংলাদেশের সফলতম এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মুশফিকের আর্ত মানুষের সেবার খবর পৌঁছে গেছে সুদূর পাকিস্তানে। পৌঁছে গেছে তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির কাছে। তাই বাংলাদেশের এ ক্রিকেট সুপারস্টারের প্রশংসা ঝরে পড়ল পাকিস্তানের সাবেক এ ক্যাপ্টেনের কণ্ঠে। মুশফিককে অভিহিত করলেন বাস্তব জীবনের সত্যিকারের নায়ক হিসেবে। এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আসসালামুআলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এ কাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরি যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।’

করোনা সঙ্কটে নিজের জন্মভূমি পাকিস্তানে আফ্রিদি সাহায্য করে যাচ্ছেন গরীব-দুঃখী মানুষকে। তার সেই সহায়তা এবার বাড়িয়ে দিলেন দেশের বাইরে। তাই তো মুশফিকের মানব সেবায় সঙ্গী হতেই নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে তার ব্যাটটি নিলাম থেকে ১৭ লাখ টাকায় (২০ হাজার ডলারে) কিনে নিয়েছেন বুমবুম আফ্রিদি, ‘পাকিস্তানের জনগণ ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়।’

বাংলাদেশ সফরে এসে অগণিত ভক্ত-সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বারবার। সেই সুখস্মৃতি ফের স্মরণ করলেন আফ্রিদি, ‘অতীতে বাংলাদেশে আমি যে পরিমাণ ভালোবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখব।’

মুশফিকরা যেন খুব দ্রুত মাঠে ফিরতে পারেন। সেই দোয়াও করলেন আফ্রিদি, ‘আপনার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।’

এ সম্পর্কিত আরও খবর