২০২১ সালের আগে পিএসজি ছাড়ছেন না এমবাপ্পে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 09:30:13

অনেক দিন ধরেই কাইলিয়ান এমবাপ্পেকে দলে টানতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। অনেক চেষ্টার পর ব্যর্থ হলেও হাল ছাড়েনি সান্টিয়াগো বার্নাব্যু শিবির। স্প্যানিশ জায়ান্টটির প্রত্যাশা ছিল, ২০২০ সালের চলতি গ্রীষ্মেই বিশ্বকাপ জয়ী এই ফরাসি স্ট্রাইকারকে কিনে নিবে তারা।

প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) মেগাস্টার এমবাপ্পেরও ইচ্ছে ছিল চলতি গ্রীষ্মে রিয়ালে পাড়ি জমানোর। কিন্তু করোনাভাইরাস সঙ্কট রিয়াল ও এমবাপ্পের ইচ্ছে পূরণের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে এখন আর্থিক সঙ্কট। ঠিক এ কারণেই এ বছর আর পিএসজি ছাড়ছেন না এমবাপ্পে। আরো একটা মৌসুম পিএসজি’তেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের গ্রীষ্মে ক্লাব বদলের মনস্থির করেছেন এখন এমবাপ্পে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফরাসি গণমাধ্যমে। অবশ্য ২০২২ সালের জুন পর্যন্ত পিএসজি’তে চুক্তিবদ্ধ তিনি।

কিন্তু তারপরও কোচ জিনেদিন জিদানের ক্লাব রিয়াল মাদ্রিদ এমবাপ্পের পিছু ছাড়বে না। দরকার হলে আরও একটি মৌসুম অপেক্ষা করতে প্রস্তুত তারা। ২০২১ সালের গ্রীষ্মেই এমবাপ্পেকে দলে ভেড়াতে চায় লস ব্লাঙ্কোস শিবির।

এ সম্পর্কিত আরও খবর