করোনায় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর ক্ষতি ৩.৫ বিলিয়ন পাউন্ড

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:44:20

ইউরোপের শীর্ষ ক্লাবগুলো বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে। আর ক্ষতির কারণ বৈশ্বিক করোনাভাইরাস মহামারী। ৩.৫ বিলিয়ন পাউন্ডের অধিক আর্থিক ক্ষতি গুনতে যাচ্ছে মহাদেশটির প্রথম সারির ক্লাবগুলো। মেজর ঘরোয়া লিগ ও টুর্নামেন্ট ঠিক মতো শেষ হলেও হবে এই পরিমাণ ক্ষতি।

গত সপ্তাহে ফুটবলের স্টেকহোল্ডারদের বৈঠকেই এই তথ্য বেরিয়ে এসেছে। চলতি ও আগামী মৌসুম পর্যন্ত এই ক্ষতি হবে। টুর্নামেন্টগুলো যদি এবার শেষ করা না যায়, তাহলে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে ৬.২ বিলিয়ন পাউন্ডে।

মাথা খারাপ করে দেওয়ার মতো এই আর্থিক হিসাবই বলে দিচ্ছে, ঠিক কী কারণে প্রতিটি প্রতিযোগিতা শেষ ও নতুন মৌসুম শুরু করার জন্য ব্যাপকভাবে তোড়জোড় চলছে সংশ্লিষ্ট দেশগুলোতে। নেওয়া হচ্ছে নানা মুখী পরিকল্পনা।

সমস্যার মাঝে আশার খবর হচ্ছে, ১৬ মে ফের মাঠে গড়িয়েছে জার্মান লিগ বুন্দেসলিগা। ১২ জুন থেকে পুনরায় শুরুর অপেক্ষায় স্থগিত ইংলিশ প্রিমিয়ার লিগ। ফরাসি লিগ ওয়ান বাতিল হলেও স্প্যানিশ লিগ লা লিগা ও ইতালিয়ান লিগ সেরি এ চালিয়ে যাচ্ছে প্রত্যাবর্তনের প্রস্তুতি।

এ সম্পর্কিত আরও খবর