দর্শক শূন্য মাঠে খেলতেও রাজি বাবর

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 23:08:24

করোনাভাইরাসের সময়ে একটা সুখবর পেলেন বাবর আজম। দিন দুয়েক আগেই হয়েছেন পাকিস্তান ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। সরফরাজ আহমেদকে সরিয়ে তাকে নেতৃত্বে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে এ সময়ের দেশসেরা ব্যাটসম্যানের স্বীকৃতি তো মিলেছেই। তার মধ্যে ভক্তরা ভারতীয় মহাতারকা বিরাট কোহলির সঙ্গে তুলনা করছেন তার।

এমন তুলনার খেলায় অবশ্য আপত্তি আছে বাবরের। তিনি স্পষ্ট জানালেন ‘দেখুন, আমি ও কোহলি দুজন ভিন্ন ঘরানার ব্যাটসম্যান। আমাদের তুলনা না করাটাই ভালো।’

অবশ্য ধারাবাহিকতার কারণেই অনেকে বিরাট ও বাবরের মধ্যে মিল খুঁজে পান। একই সঙ্গে ব্যাটিং স্টাইলটাও দু'জনের দুর্দান্ত। বাবর বলছিলেন, ‘আগেও বলেছি যে বিরাট অন্য ঘরানার ক্রিকেটার। ভালো ব্যাট করে দলকে জেতানোটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার।’

বাবর দাপটে এগিয়ে যাচ্ছেন। পাকিস্তানের আইকন ক্রিকেটারও হয়ে উঠেছেন তিনি। তবে মাটিতে পা রাখছেন এই ব্যাটসম্যান।

এদিকে করোনা বেশ ভাবাচ্ছে তাকে। মাঠে ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন। এমন কী দর্শক শূন্য মাঠেও খেলতে রাজি। জানাচ্ছিলেন, ‘সত্যি বলতে কী অন্য দলগুলোর চেয়ে আমাদের ফাঁকা স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা অনেক বেশি। দুবাইতে বিগত ১০ বছর ধরে আমরা বেশিরভাগ সময়টা দর্শকহীন স্টেডিয়ামেই খেলেছি। অবশ্য এটি ভক্তদের জন্য ভালো খবর নয়।’

প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে শঙ্কায় আছে অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এনিয়ে চিন্তিত পাকিস্তান অধিনায়কও। আইসিসি’র দিকেই তাকিয়ে তিনি। বলেন, ‘এনিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে আইসিসি সব দিক পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তো জানিয়েছে স্বাস্থ্য ঝুঁকি থাকলে কোনো সফরেই দল পাঠাবে না।’

এ সম্পর্কিত আরও খবর