রেফারিদের আরও ২৫ লাখ টাকা দিল বাফুফে

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 06:17:04

করোনাভাইরাসের এই দুঃসময়ে মানবতার ডাকে ঠিকই সাড়া দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার রোজার ঈদকে সামনে রেখে বাফুফের কাছে পাওনার আরও ২৫ লাখ টাকা পেলেন দেশের রেফারিরা। প্রথম কিস্তিতে এর আগে ২৪ লাখের কিছু বেশি টাকা ফুটবল রেফারিদের দিয়েছিল দেশের ফুটবলের শীর্ষ সংস্থা।

এমনিতে ঘরোয়া ফুটবলে খেলা পরিচালনা করা ৯০ জন রেফারির পাওয়া ছিল কোটি টাকা। এখন করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় অর্থকষ্টে ছিলেন তারা। এ অবস্থায় বাফুফে দুই কিস্তিতে রেফারিদের পাওনার ৬০ ভাগ শোধ করল।

এনিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমে বলেন, ‘দেখুন, ৯০ জনের মতো রেফারি আমাদের বিভিন্ন খেলা পরিচালনা করেন। এখন খেলা বন্ধ হয়ে যাওয়ায় রেফারিদের সেই পাওনা পরিশোধের উদ্যোগ নিই আমরা। যার পরিমাণ ৮১ লাখ টাকা। ২২৩টি চেকে প্রথম দফায় ২৪ লাখ টাকা পরিশোধ করেছি। ঈদের আগে আরো ২৫ লাখ টাকা প্রদান করেছি। ১৮৩টি চেকের মাধ্যমে এই টাকা তুলে দিচ্ছি রেফারিদের হাতে।’

এখানেই শেষ নয়, বাফুফের বেতনভুক্ত মাঠকর্মী, স্টেডিয়াম ও বাফুফে ভবনের গেটম্যানসহ অন্যদের পাওনাও ঈদের আগে শোধ করবে বাফুফে।

এ সম্পর্কিত আরও খবর