নিজের মধ্যে থাকা চ্যালেঞ্জকেই  ‘সব’ বলছেন তামিম

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 19:27:21

 

শুধু ব্যাটিং নয়, চিন্তাভাবনার দিগন্তও তার একটু বেশি চওড়া। ক্রিকেট যে শুধু নিরেট ব্যাট-বলের খেলা নয়, এর সঙ্গে আরও অনেক অনুষঙ্গও জড়িত। আর মাঠের ক্রিকেটে ভাল কিছু করতে হলে এমনসব উপাদানকে একসঙ্গে যোগ করতে হবে।

তবেই সাফল্য!

তামিমের ক্রিকেট দর্শন তাই।

এশিয়া কাপের জন্য দলের অনুশীলন এখনো শুরু হয়নি। সামনে কোরবানি ঈদের ছুটি শুরু হবে। তবে এরই মধ্যে নিজের ব্যাটিংকে সতেজ করতে মিরপুরের হোম অব ক্রিকেটে সকাল সকালই চলে এলেন তামিম ইকবাল। লম্বা সময় ধরে নেটে অনুশীলন সারলেন। সাংবাদিকদের সঙ্গে দিলেন লম্বা এক আড্ডা। ওয়েষ্ট ইন্ডিজ সফর, নিজের ব্যাটিং, সাকিবের সঙ্গে জুটিতে ব্যাটিং, ওপেনিংয়ে সম্ভাব্য সঙ্গী, এশিয়া কাপসহ ঘরোয়া ক্রিকেট লিগ-ক্রিকেট গল্পে উঠে এল বিভিন্ন দিক।

তামিম যখন খেলেন তখন গ্যালারির দর্শক মোহিত তার ব্যাটিংয়ে। আর যখন কথা বলেন তখন সামনের শ্রোতা মুগ্ধ তার বচনে। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট নিয়ে তামিমের ব্যাখা-বিশ্লেষণটা সত্যিকার অর্থেই বাঁধিয়ে রাখার মতোই। ঘরোয়া ক্রিকেটে সুযোগ-সুবিধা বৃদ্ধির চেয়ে ক্রিকেটারদের নিজেদের জোস, জেদ এবং জয়ী হওয়ার ব্যক্তিগত তাগিদ বাড়ানোকেই সবকিছু মানছেন তামিম-‘ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে। আপনি দুনিয়ার সব সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু খেলোয়াড়দের মধ্যে যদি চ্যালেঞ্জটা না থাকে তাহলে কোন লাভ নেই।

সবচেয়ে গুরত্বপূর্ণ হলো নিজেদের মধ্যে চ্যালেঞ্জ থাকাটা। ভালো করার স্পৃহা থাকতে হবে। বোলিংয়ের কথা যদি বলি, বোলারদের লম্বা স্পেল বোলিং করার চেষ্টা করতে হবে। এটা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, কি আমার পক্ষে আছে আর কি আমার পক্ষে নেই এইসব না ভেবে ভালো করার  চেষ্টা করা উচিত। উদাহরণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে আমাদের প্রথম  টেস্টের কথাই ধরুন, আমরা তো সেখানে গিয়ে তর্ক করতে পারি না যে আমাদের ফ্ল্যাট উইকেট দেন। কন্ডিশন যেটা ছিল সেটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নেয়া উচিত ছিল সেটা আমরা নিতে পারি নি। এমন অনেক টেস্ট সিরিজ আছে যেখানে আমরা ভালো করেছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ভালো করেছি। ঘরোয়া ক্রিকেটেও একই কথা, চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। ১০ জন গড়পড়তা যা চিন্তা করে সেখান থেকে বেরিয়ে এসে আপনাকে আলাদা চিন্তা করতে হবে। ভাবতে হবে, এই ফরম্যাটে এই উইকেটে আমি নিজেকে কিভাবে ভালো করতে পারি? ব্যক্তি যদি নিজে চ্যালেঞ্জ হিসেবে নেয় তাহলে সহজ হয়ে যাবে।

বোর্ডের তরফ থেকে যা দেয়া দরকার তারা দিচ্ছে। এরচেয়ে বেশি আর কি আশা করতে পারি। একটা ভালো মাঠ দিচ্ছে, উইকেট দিচ্ছে, সব সুযোগ সুবিধা দিচ্ছে। এরচেয়ে বেশি তো আর তারা দিতে পারে না। তারা তো আমাদের হাত ধরে খেলিয়ে দিতে পারবে না। আমাদের নিজেদের দায়িত্ব হলো ওই অবস্থা থেকে আমাদের নিজেদের জন্য ভালো পারফর্মেন্সটা বের করে নিয়ে আসা।

সামনের মাসের এশিয়া কাপ টুর্নামেন্ট নিয়ে বেশিদুরের চিন্তায় না গিয়ে তামিম শুধু শুরুর দুই ম্যাচ নিয়ে বেশি ভাবছেন। পরিকল্পনার পুরোটা জুড়েই এখন আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ। বললেন-প্রথম দুই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। এখন শুধু সেই প্রস্ততিই নিচ্ছি আমরা। আমরা যদি এখনই ফাইনাল বা চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করি তবে সেটা বুদ্ধিমানের কাজ হবে না। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রথম দুই ম্যাচ জিততে হবে। প্রথম দুই প্রতিপক্ষ নিয়েই আমাদের পরিকল্পনা করা উচিত।

এশিয়া কাপ এবং এশিয়া কাপের সব প্রতিপক্ষ-কোনকিছুই বাংলাদেশ দলের জন্য নতুন কিছু নয়। সেই কথা জানিয়ে তামিম বলছিলেন- আমরা এমন কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলবো না, যাদের সঙ্গে আমরা এর আগে কখনো খেলিনি। আমরা সব প্রতিপক্ষের বিপক্ষেই খেলেছি। আর ভাল খেলে আমাদের দিনে ওদের হারিয়েছিও। এখন এই টুর্নামেন্টেও আমাদের কাজ ভাল ক্রিকেট খেলা। সেরা ক্রিকেট খেলা।

এ সম্পর্কিত আরও খবর