ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ ভারত

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 16:26:04

স্বপ্নের মতো ফুটবল খেলে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। চোখ জুড়ানো ফুটবল খেলছে আগামী প্রজন্মের এই ফুটবলাররা। দৃষ্টি নন্দন খেলা উপহার দিয়ে মারিয়া মান্ডার দল উঠে গেছে ফাইনালে। বৃহস্পতিবার ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দল টপকে গেছে সেমিফাইনালের বাধা। শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে প্রতিপক্ষ ভারত।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের অনায়াসেই হারিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। ম্যাচে দলকে প্রথমে এগিয়ে দেন আনাই মগিনি। এরপর তারই বোন আনুচিং মগিনির গোল ব্যবধান দ্বিগুন হয়।


এই দুই বোনের পর ভুটানের গোল মুখ খুলেন তহুরা খাতুন। এরপরের গোলটি করেন অধিনায়ক মারিয়া মান্ডা। অন্য গোলটি শাহিদা আক্তার রিপার।

দিনের প্রথম সেমিফাইনালে ভারত ২-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে। এর অর্থ শিরোপা লড়াইয়ে এবারো বাংলাদেশের সামনে ভারত। গতবছর তাদের হারিয়েই লাল-সবুজের প্রতিনিধিরা দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল।

এবারের সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দুটো ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলে জয়। এরপর নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

এ সম্পর্কিত আরও খবর