ব্র্যাভোর ব্যাটে টর্নেডো, ৩৬ বলে ৯৪!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:36:48

ব্যাট হাতে বরাবরই নির্দয় তিনি। চার-ছক্কার ঝড় তুলতেই ভালবাসেন ড্যারেন ব্র্যাভো। আবারো সেই পছন্দের কাজটাই করলেন এই ব্যাটসম্যান। ঝড় নয়, তার ব্যাটে রীতিমতো টর্নেডো! মাত্র ৩৬ বলে ৯৪ রানের ইনিংস!

তারই পথ ধরে বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া স্টারসকে ৫ উইকেটে হারাল ত্রিনবাগো নাইট রাইডার্স। ২১৩ রানের পাহাড়সম লক্ষ্যটাও ১ বল বাকি থাকতেই টপকে গেছে তারা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে অবশ্য শুরুটা ভাল ছিল না ত্রিনবাগোর। দলের যখন ২০ রান, তখনই দুই ওপেনার সুনীল নারিন ও ক্রিস লিন ধরেন সাজঘরের পথ। এরপর ব্রেন্ডন ম্যাককালাম-কলিন মানরো জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কলিন মানরো ফিরেন ২৫ রানে। আর এরপরই উইকেটে আসেন ব্র্যাভো।

শুরু হয়ে ত্রিনবাগোর রান উৎসব। শেষ ৫ ওভারে চাই ৮৫ রান। কঠিন লক্ষ্য। কিন্তু ব্র্যাভো তখন খুনে মেজাজে। ১৬তম ওভারে কাইরন পোলার্ডকে পাঁচ ছক্কা হাঁকান তিনি। ওভারে নেন ৩২ রান!

এমন ঝড়ো গতির পর এক পর্যায়ে ম্যাচটা চলে আসে হাতের মুঠােয়। তারমধ্যে অবশ্য ৪২ বলে ৬৮ রান তুলে সাজঘরের পথ ধরেন ম্যাককালাম। বাকী পথটা দিনেশ রামদিনকে নিয়ে পাড়ি দেন ব্র্যাভো। মাত্র ৩৬ বলে ১০ ছক্কা অার ৬ চারে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচটা জিতে নেয় ত্রিনবাগো।

তারও আগে বেশ ভাল একটা পুঁজি গড়ে সেন্ট লুসিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার ৫৫ বলে ৭২* রান তুলে বুঝিয়ে দেন এখনো ফুরিয়ে যাননি তিনি। রাখিম কর্নওয়াল ২৯ বলে ৫৩ ও কাইরন পোলার্ড ২৩ বলে ৭ ছক্কায় তুলেন ৬৫ রান।

তবে ম্যাচের সেরা একজনই-ড্যারেন ব্র্যাভো!

এ সম্পর্কিত আরও খবর