সিডব্লিউআই’র বিরুদ্ধে হোল্ডিং’র আর্থিক অনিয়মের অভিযোগ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 13:59:25

২০১৩-১৪ মৌসুমে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) ৫ লাখ ডলার অনুদান দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্যারিবীয় অঞ্চলের সাবেক ক্রিকেটারদের জন্য ছিল এই আর্থিক সহায়তা। কিন্তু সিডব্লিউআই সেই অর্থ অপব্যয় করেছে। সাবেক কোনো ক্রিকেটারই কোনো অর্থ পাননি। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগই তুলেছেন মাইকেল হোল্ডিং।

কিংবদন্তি ফাস্ট বোলার হোল্ডিং এক ইউটিউব শো’তে ক্যারিবীয় ক্রিকেট ব্যবস্থাপনার ওপর করা প্যানেল কের ফস্টারের (পিকেএফ) অডিট রিপোর্ট নিয়ে হাজির হন। এবং সিডব্লিউআই’র আর্থিক অনিয়ম সবার সামনে তুলে ধরেন।

ক্যারিবিয়ান এ পেসারের অভিযোগ, '২০১৩-১৪ সালের দিকের কথা, বিসিসিআই ৫ লাখ ডলার দান করেছিল, বিশেষ করে সাবেক ক্রিকেটারদের জন্য। আমিও একজন সাবেক ক্রিকেটার, এ থেকে আমি কিছুই চাই না। কিন্তু আমি অনেক সাবেক ক্রিকেটারকেই চিনি, কখনো শুনিনি যে তাদের কেউ এ পাঁচ লাখ ডলার থেকে একটি সেন্টও পেয়েছেন। আমি পুরোপুরি নিশ্চিত তারা (সিডব্লিউআই) যদি সেই অর্থ ক্রিকেটারদের দান করত তবে চার দিকে হৈচৈ পড়ে যেত। তাহলে পাঁচ লাখ ডলার কোথায় গেল? উত্তরটা দর্শকদের খুব শিগগিরই জানাব আমি।'

এ সম্পর্কিত আরও খবর