অনুশীলনে ফিরেছেন ইংল্যান্ডের বোলাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 05:39:49

প্রিমিয়ার লিগের ফুটবলাররা অনুশীলনে ফিরেছেন আগেই। এবার দীর্ঘ দিন পর অনুশীলনে ফিরলেন ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার (২১ মে) সাতটি ভেন্যুতে অনুশীলনে নেমেছেন ইংলিশ বোলাররা। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে তাদের ট্রেনিং চলছে ব্যক্তিগত পর্যায়ে।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে মার্চে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথম অনুশীলন মাঠে নামলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। দুই মাসের বেশি বিরতি শেষে মাঠে নামলেন ক্রিকেটাররা। দেশটির পেশাদার ক্রিকেট মাঠে ফেরানোর প্রথম ধাপের পরিকল্পনা এটি।

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকসের মতো ১৮ জন পেসার। নিয়মিত শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে খেলোয়াড় ও কোচিং স্টাফদের। করা হয়েছে করোনা পরীক্ষাও। কেউ কারোর জিনিস ব্যবহার করতে পারছেন না। এমনটি বাথরুমও নয়। তাই স্টুয়ার্ট ব্রডকে ব্যবহার করতে হচ্ছে মেয়েদের বাথরুম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ শুরু হতে পারে জুলাইতে। তবে খেলা হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।

এ সম্পর্কিত আরও খবর