রায়নার পর দেশের বাইরে খেলতে চান উথাপ্পাও

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:10:43

বিশ্বের ক্রিকেট পরাশক্তি তো বটেই। অন্য অনেক দেশের ক্রিকেটাররা খেলেন ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা অন্য কোনো দেশের ঘরোয়া লিগে খেলতে পারেন না। সেই আক্ষেপ পুড়াচ্ছে দেশটির খেলোয়াড়দের।

তাই বিপিএল, বিগব্যাশ, সিপিএলের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অনুমতি আগেই চেয়েছেন সুরেশ রায়না। এবার তার সঙ্গে যোগ দিলেন রবিন উথাপ্পা।

বিবিসি’র দুসরা পডকাস্টকে ভারতের সাবেক ব্যাটসম্যান উথাপ্পা বলেন, 'দয়া করে আমাদের খেলতে দিন। দেশের বাইরে খেলতে না পারলে খারাপ লাগে। বিদেশে খেলার সুযোগ পেলে খুব ভালো হবে। কারণ ক্রিকেটের শিক্ষার্থী হিসেবে সব সময়ই যথা সম্ভব শিখে গড়ে উঠতে চাইবেন সবাই।'

বিদেশি লিগে খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ৩৪ বছরের উথাপ্পা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দিকে তাকিয়ে আছেন, 'সৌরভ গাঙ্গুলি প্রগতিশীল ধ্যান-ধারণার ব্যক্তিত্ব। যিনি ভারতকে সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। ভারতীয় ক্রিকেট যে ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে, সেটা গড়েছেন তিনি নিজে। প্রত্যাশা করি, এক সময় হয়তো তিনি এ বিষয়টি বিবেচনায় নিবেন।'

এ সম্পর্কিত আরও খবর