৮ জুন মেসিদের লা লিগা প্রত্যাবর্তনের সম্মতি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 12:01:39

ব্যক্তিগত অনুশীলনের পর লা লিগায় গ্রুপ অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসিরা। চলতি সপ্তাহ থেকে চলছে সর্বাধিক দশ জনের গ্রুপ অনুশীলন। এবার মাঠে ফেরার পালা। কবে নাগাদ ফিরতে পারে স্প্যানিশ লিগ ফুটবল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানালেন ৮ জুন থেকে শুরু হতে পারে লা লিগার স্থগিত খেলা।

প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ‘৮ জুন থেকে লা লিগা মাঠে ফিরবে।’ ধারণা করা হচ্ছে সেভিয়া ও রিয়াল বেটিসের মধ্যকার ডার্বি দিয়ে মাঠে প্রত্যাবর্তন হচ্ছে লা লিগার। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে খেলা হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।

লা লিগা প্রেসিডেন্ট এর আগে বলে ছিলেন, দেশের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে পারে ১২ জুন থেকে। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত চূড়ান্ত দিন-তারিখ এখনো নিশ্চিত করেনি।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে স্পেনে সব ধরনের ফুটবল খেলা বন্ধ হয়ে যায় ১২ মার্চ থেকে। চলতি মাসের শুরুর দিকে করোনাভাইরাস পরীক্ষা শেষে ফুটবলাররা ব্যক্তি অনুশীলন শুরু করেন।

এ সম্পর্কিত আরও খবর