হেরোইনসহ শ্রীলঙ্কান ক্রিকেটার মাদুশঙ্কাকে গ্রেপ্তার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-11 08:34:35

হেরোইন রাখার দায়ে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার শেহান মাদুশঙ্কা। নেগোবোর উত্তরপূর্বের শহর পান্নালার স্থানীয় এক ম‌্যাজিস্ট্রেট আদালত ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে তাকে।

গ্রেপ্তার হওয়া মাদুশঙ্কা গত দুই বছর শ্রীলঙ্কার হয়ে খেলেননি। সম্প্রতি জাতীয় দলেও ডাক পাননি। তবে এখনো তিনি একজন সক্রিয় ক্রিকেটার। কোভিড-১৯ কারফিউ জারির আগে শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতায় খেলেছেন।

শনিবার গ্রেপ্তার করার সময় মাদুশঙ্কার কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করেছে লঙ্কান পুলিশ। রোববার তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। রিমান্ডে থাকলেও এখন তাকে হাইকোর্টে নেওয়া হবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, বোর্ড মাদুশঙ্কার গ্রেপ্তারের খবর পেয়েছে সোমবার সকালে। তবে এ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবার বোর্ডের পরবর্তী বৈঠকে এনিয়ে আলোচনা হতে পারে।

২০১৮ সালের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করে ছিলেন মাদুশঙ্কা। চতুর্থ ক্রিকেটার হিসেবে এ কৃতিত্ব স্পর্শ করেন ২৫ বছরের এই পেসার।

এ সম্পর্কিত আরও খবর