ইনজুরিতে হুমকির মুখে ইব্রাহিমোভিচের ক্যারিয়ার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 17:33:39

ক্লাবের হয়ে অনুশীলন করে যাচ্ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু সোমবার ট্রেনিংয়ে নেমেই বিপদে পড়ে গেছেন এসি মিলানের এই তারকা স্টাইকার। কাফ ইনজুরিতে পড়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ইনজুরিটা ৩৯ বছরের এই সুইডিশ তারকার ফুটবল ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। মঙ্গলবার তার মেডিকেল টেস্ট হবে।

ডিসেম্বরে ছয় মাসের চুক্তিতে ইতালিয়ান জায়ান্ট ক্লাব মিলানে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরওয়ার্ড।

ইতালিয়ান সরকার বৃহস্পতিবার সিদ্ধান্ত নিবে সেরি এ কবে নাগাদ মাঠে ফিরতে পারবে। ক্লাবগুলো গ্রুপ অনুশীলনে ফিরেছে ১৯ মে থেকে। তারা অবশ্য ১৩ জুন থেকে মাঠে নামতে চাচ্ছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন ২০ আগস্টের মধ্যে মৌসুম শেষ করার ডেডলাইন নির্ধারণ করেছে। নতুন মৌসুম শুরু করতে চায় তারা ১ সেপ্টেম্বর থেকে।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে সেরি এ স্থগিত হয়ে গেছে ৯ মার্চ। এখনো ১২ রাউন্ডের খেলা বাকি। এক পয়েন্টের লিড নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে লাৎসিও।

এ সম্পর্কিত আরও খবর