পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন মুশতাক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 22:18:34

হাই-পারফরম্যান্স সেন্টার পুনর্গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার অংশ হিসেবে ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেভেলপমেন্টের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক স্পিনার সাকলাইন মুশতাক।

লেভেল থ্রি কোচ সাকলাইন স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে। পরামর্শক হিসেবে কাজ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও নিউজিল্যান্ড ক্রিকেটে (এনজেডসি)।

আর হাই-পারফরম্যান্স কোচিংয়ের প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তিনি অবশ্য পাকিস্তানের জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। অ্যামেচার লিগ লাস্ট ম্যান স্ট্যান্ডসের ফ্র্যাঞ্চাইজির মালিক ও এক প্লেয়ার ম্যানেজমেন্ট এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর অ্যাসার মালিক কাঁধে তুলে নিয়েছেন হাই-পারফরম্যান্স অপারেন্স ম্যানেজারের দায়িত্ব।

এ সম্পর্কিত আরও খবর