টুইটার অ্যাকাউন্ট হ্যাকড, সোশাল মিডিয়া ছাড়লেন ওয়াকার ইউনিস

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-27 11:20:45

শুক্রবার সকালটা দুঃসংবাদ নিয়ে ঘুম ভাঙ্গল ওয়াকার ইউনিসের। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের কাছে একের পর এক ফোন আসছে। সবাই তাকে টুইটার অ্যাকাউন্ট পরীক্ষা করতে বলছেন। টুইটারে যেতেই ওয়াকারের চোখ বিস্ময়ে ছানাবড়া! যতসব আজেবাজে অশ্লীল ভিডিও তার টুইটার অ্যাকাউন্টে! বুঝলেন অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। কিন্তু কাকে বোঝাবেন তিনি এই কথা? অশ্লীল ভিডিওর নিচে ওয়াকারকে গালিগালাজ করে ততক্ষণে চারপাশ থেকে সমালোচকরা ঝাঁপিয়ে পড়েছেন। বাধ্য হয়ে ওয়াকার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন। খানিকবাদে ঘোষণা দিয়ে জানান- সব ধরনের সোশাল মিডিয়া থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন।

এক মিনিট ৯ সেকেন্ডের সেই ঘোষণায় ওয়াকার বলছিলেন-‘এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করে কেউ আজেবাজে অশ্লীল ভিডিও পোস্ট করেছে। এটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই দুঃখজনক বিষয়। এর আগেও একবার আমার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। আমি বিশ্বাস করতাম সোশাল মিডিয়া হলো একে অন্যের সঙ্গে যোগাযোগের একটা সুন্দর মাধ্যম। কিন্তু আমি এখানে বারবার বাজে পরিস্থিতির শিকার হচ্ছি। তাই সিদ্ধান্ত নিয়েছি সোশাল মিডিয়া থেকে আমি সরে দাঁড়াব। এটা আর ব্যবহার করব না। কারণ যে কোনো মূল্যে আমার কাছে আমার পরিবার বেশি গুরুত্বপূর্ণ।’

৪৮ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার তার ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন- ‘আজ থেকে আমাকে আর কেউ কখনো সোশাল মিডিয়ায় দেখবে না। কারণ আমার কাছে আমার পরিবার সোশাল মিডিয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি কাউকে দুঃখ বা কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী।’

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়াকার ইউনিস পাকিস্তানের কোচের দায়িত্বও পালন করেন। সম্প্রতি তিনি ক্রিকেট ধারাভাষ্যের কাজ করছেন।

এ সম্পর্কিত আরও খবর